For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর গড়ে ফুটল পদ্ম, তৃণমূলকে ধরাশায়ী করে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষরা

পূর্ব মেদিনীপুরের কাঁথির বুকেই শাসক তৃণমূল কংগ্রেসকে জোর ঝটকা দিল বিজেপি। তৃণমূলকে ধরাশায়ী করে শুভেন্দুর গড়়ে পদ্ম ফুটিয়ে ছাড়ল দিলীপ ঘোষের দল।

  • |
Google Oneindia Bengali News

ক'দিন আগেই শুভেন্দুর গড়ে বিজেপি রাজ্য সভাপতি নিগৃহীত হয়েছিলেন। সেই ঘটনায় অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছিল বাদানুবাদ। তার রেশ মিটতে না মিটতেই পূর্ব মেদিনীপুরের কাঁথির বুকেই শাসক তৃণমূল কংগ্রেসকে জোর ঝটকা দিল বিজেপি। তৃণমূলকে ধরাশায়ী করে শুভেন্দুর গড়়ে পদ্ম ফুটিয়ে ছাড়ল দিলীপ ঘোষের দল।

শুভেন্দুর গড়ে ফুটল পদ্ম, তৃণমূলকে ধরাশায়ী করে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষরা

রামনগরের নরকুলি বিনোদিনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিল বিজেপি। নির্বাচনে জিতে সমবায় পরিচালন সমিতির দখল নিল বিজেপি ও নির্দল। ১৩টি আসনেই বিজেপি ও নির্দল প্রার্থীরা জয়ী হন। তৃণমূল কংগ্রেস এই লড়াইয়ে পাত্তা পায়নি গেরুয়া ঝড়ের কাছে।

বিজেপি দাবি করে, নিচুতলায় যে ভিত মজবুত হচ্ছে তাদের, তা সমবায় সমিতির এই নির্বাচনের ফলই প্রমাণ। তৃণমূল বহিরাগতদের এনেও সুবিধা করতে পারেনি বলে অভিযোগ। তৃণমূলের বহিরাগত হানা সামলেই তাঁরা এই বহুমূল্য জয় পেয়েছেন। সমবায় জেতার পর বিজেপি নেতৃত্বের হুঙ্কার, এই শুরু হল, এবার শুধু গেরুয়া ঝান্ডাই উড়বে পূর্ব মেদিনীপুরে।

বৃহস্পতিবার গণনা শেষেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত পাওয়া যায়। ১৩টি আসনেই বিজেপি ও বিজেপি সমর্থিত প্রার্থীরা জয় পান। বিজেপির পুর্ব মেদিনীপুর জেলা সভাপতি তপন মাইতি এই জয়ে উচ্ছ্বসিত। তিনি নেতা-কর্মীদের গৈরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। এই নির্বাচনই চার জ্বলন্ত প্রমাণ।

English summary
BJP defeats Trinamool congress in Co-operative election at east Midnapur. BJP clean sweeps to TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X