For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ‘ওস্তাদের মার’ চণ্ডীগড় পুরসভায়, ভোটে জিতেও শেষ রক্ষা হল না আপের

নির্বাচনে জিতে সর্ববৃহৎ দল হয়েও আম আদমি পার্টি চণ্ডীগড় পুরসভর মেয়র পদ লাভ করতে পারল না। আপকে হারিয়ে বিজেপিই দখল করল চণ্ডীগড় পুরসভা। আপকে মাত্র ১ ভোটে হারিয়ে বাজিমাত করেন বিজেপির সরবজিৎ কৌর।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনে জিতে সর্ববৃহৎ দল হয়েও আম আদমি পার্টি চণ্ডীগড় পুরসভর মেয়র পদ লাভ করতে পারল না। আপকে হারিয়ে বিজেপিই দখল করল চণ্ডীগড় পুরসভা। আপকে মাত্র ১ ভোটে হারিয়ে বাজিমাত করেন বিজেপির সরবজিৎ কৌর। তিনি চণ্ডীগড় পুরনিগমে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে হেরেও বিজেপি ফের একটি সংস্থার দখল নিল।

বিজেপির ‘ওস্তাদের মার’ চণ্ডীগড় পুরসভায়, ভোটে জিতেও হার আপের

শনিবার ভোটাভুটিতে জিতে বিজেপির কাউন্সিলর সরবজিৎ কৌর চণ্ডীগড় পুর কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আম আদমি পার্টির অঞ্জু কাত্যালকে মাত্র এক ভোটে পরাজিত করেছেন তিনি মোট ৩৬টি ভোটের মধ্যে ২৮টি ভোট পড়েছিল। বিজেপিত ১৪-১৩ ভোটে হারায় আম আদমি পার্টিকে।

চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচন নিয়ে ভোটাভুটিতে কংগ্রেসের সাতজন কাউন্সিলর এবং একমাত্র শিরোমণি আকালি দলের কাউন্সিলর বিরত ছিলেন। অংশ নিয়েছিলেন আম আদমি পার্টির ১৪ জন কাউন্সিলর, বিজেপির ১৩ জন কাউন্সিলর ও পদাধিকার বলে সাংসদ। কিন্তু এই ভোটাভুটির ফলে দেখা যায় বিজেপির পক্ষে ১৪টি এবং আম আদমি পার্টির পক্ষে ১৩টি ভোট পড়েছে।

অর্থাৎ চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে বিজেপির প্রার্থী সরবজিৎ কৌর ১৪টি ভোট পেয়েছেন এবং আম আদমি প্রার্থী অঞ্জু কাত্যাল ১৩টি ভোট পেয়েছেন। এই ভোটাভুটিতে একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলাফল ঘোষণার পরে আপ কাউন্সিলররা হাউসে তোলপাড় সৃষ্টি করে। তাঁদের সরিয়ে দিতে পুলিশ ডাকা হয়।

চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৭ ডিসেম্বর। আম আদমি পার্টি ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে জয়ী হয় এবং বিজেপি জয়ী হয় ১২টিতে। কংগ্রেস আটটি আসন পায় এবং শিরোমণি অকালি দল জয়ী হয় বাকি আসনে। এরপর কংগ্রেসের একজন কাউন্সিলর হরপ্রীত কৌর ভোটের ফলাফল ঘোষণার কয়েকদিন পরেই যোগ দেন বিজেপিতে। ফলে বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় বেড়ে দাঁড়ায় ১৩।

৩৫ জন কাউন্সিলর ছাড়াও চণ্ডীগড়ের সাংসদ পুরনিগমের একজন সদস্য বলে বিবেচিত হন। পদাধিকার বলে সংসদ সদস্য ও ভোটাভুটিতে অংশ নেন। সেই নিরিখে বিজেপি ও আপ সমান সমান হয়ে যায়। দু-পক্ষই ১৪-টি করে ভোট পাবে তা যখন প্রায় নিশ্চিত তখন, দেখা যায় একটি ভোট বাতিল করা হয়েছে। সেই ভোট বাতিল নিয়ে আপ বিক্ষোভে ফেটে পড়ে। এবং সর্ববৃহৎ দল হয়েও আম আদমি পার্টি মেয়র পদ দখল করতে পারেনি। ফলে বিজেপির হাতেই থাকল চণ্ডীগড় পুরসভা।

English summary
BJP defeats Aam Admi Party in Mayor election of Chandigarh Municipal Corporation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X