For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ‘শিক্ষা’ নিয়েছে দিল্লির নির্বাচন থেকে! বাংলার পুরভাটে শিকেয় উঠছে সিএএ

দিল্লির বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের আসন্ন পুরসভা নির্বাচনে প্রচার পরিকল্পনায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের আসন্ন পুরসভা নির্বাচনে প্রচার পরিকল্পনায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচার আপাতত বন্ধ রেখে স্থানীয় ইস্যুগুলিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ ইউনিটের নেতাদের ইস্যু স্থির করার নির্দেশ দিয়েছে।

বিজেপি ‘শিক্ষা’ নিয়েছে দিল্লির নির্বাচন থেকে, শিকেয় উঠছে সিএ

বিজেপি দিল্লির পারফরম্যান্স পর্যালোচনা করে মনে করছে, করোল বাগ, চিত্তরঞ্জন পার্ক, বৃহত্তর কৈলাশ এবং কালকাজির মতো বাঙালি অধ্যুষিত এলাকায় খুব খারাপ ফল করেছে। এই অঞ্চলে আপ প্রার্থীরা বিশাল ব্যবধানে লিড নিয়ে সক্ষম হয়েছে। তাই বঙ্গ বিজেপির প্রচারকদের সিএএ ও এনআরসি নিয়ে সতর্ক হয়ে প্রচার করা নির্দেশ দিয়েছে বিজেপি।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, আসন্ন পুর নির্বাচনে লোকাল ইস্যুগুলিকে জোর দেওয়া হোক। এ প্রসহ্গে সবার আগে তালিকা করে এগোক বিজেপি। কোন এলাকায় কী ইস্যু হতে পারে, তা ধরেই প্রচার চালাতে হবে। মোট কথা পুরসভা ভোটে তৃণমূলকে আরও একটা ধাক্কা দিতে এককাট্টা বিজেপি।

বিজেপির নির্দেশ, সাধারণ মানুষ যে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তা আমাদের শনাক্ত করতে হবে। আমরা যখন আমাদের প্রচারে সিএএ উত্থাপন করব, তখন যেন তা যেন বড় করে দেখানো না হয়। কথাবার্তায় সংযত হতে হবে। উল্লেখ্য, কলকাতা পুরসভাসহ রাজ্যের ১০৭টি পুরসভায় নির্বাচন হবে সম্প্রতি।

English summary
BJP decides to change CAA policy after Delhi Assembly Election 2020. BJP change their stand in Bengal Municipal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X