For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রণকৌশল বদল বিজেপির, রথ থামিয়ে এবার কোন পথে অভিযান মুকুল-দিলীপদের

কর্মসূচি নিয়ে প্রথমে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, পরে ঐক্যমত্য হয়ে তাঁরা জানিয়ে দেন শনিবার তিনঘণ্টার থানা ঘেরাও অভিযানে নামবে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টের নির্দেশে আগামী দু-দিন স্থগিত হয়ে গিয়েছে বিজেপির সংকল্প-যাত্রা। ফের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিজেপির অভিযান। তবে এই দু-দিনও বসে থাকতে চান না মুকুল রায় ও দিলীপ ঘোষ-রা। কর্মসূচি নিয়ে প্রথমে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, পরে ঐক্যমত্য হয়ে তাঁরা জানিয়ে দেন শনিবার তিনঘণ্টার থানা ঘেরাও অভিযানে নামবে বিজেপি।

রণকৌশল বদল বিজেপির, রথ থামিয়ে এবার কোন পথে অভিযান মুকুল-দিলীপদের

[আরও পড়ুন:বিরোধ স্পষ্ট বিজেপিতে, কর্মসূচি বন্ধ রাখা ঘিরে ভিন্ন মত দিলীপ-মুকুলের][আরও পড়ুন:বিরোধ স্পষ্ট বিজেপিতে, কর্মসূচি বন্ধ রাখা ঘিরে ভিন্ন মত দিলীপ-মুকুলের]

বিজেপির বাইক মিছিলে হামলার প্রতিবাদে আবার নবোদ্যমে বিক্ষোভ-অবস্থানে নামার সিদ্ধান্ত নিয়ে বিজেপি জানিয়ে দিয়েছে, রাজ্য প্রশাসন ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তাঁদের লড়াই চলতে থাকবে। তাঁরা কোনওমতেই তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে আন্দোলনের পথ ছেড়ে পিছু হটবে না। বরং আন্দোলন আরও জোরদার করার চেষ্টা চালাবেন তাঁরা।

বিজেপির এই সংকল্প যাত্রা নির্ধারিত ছিল ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। সেইমতো দ্বিতীয় দিনের এই সংকল্প যাত্রা হিংসার আকার নিলে এদিন ফের মামলা গড়ায় আদালতে। আদালত আগামী দু-দিন যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয়। সেইমতো ফের ১৫ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশ জারি করে হাইকোর্ট।

এদিকে এদিনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মধ্যে তীব্র মতভেদ তৈরি হয়। একদিকে মুকুল রায় বলেন, 'আমাদের কর্মীরা যতই মার খাক, কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।' অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই কর্মসূচি চালিয়ে যাওয়া সম্ভব নয়।' শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশ আসার পর বিজেপি রণকৌশল বদল করে।

[আরও পড়ুন:মুকুলের বিরুদ্ধে বিদ্রোহ! এবার বিজেপি ছাড়তে চলেছেন দলের ডাকসাইটে নেত্রী][আরও পড়ুন:মুকুলের বিরুদ্ধে বিদ্রোহ! এবার বিজেপি ছাড়তে চলেছেন দলের ডাকসাইটে নেত্রী]

রণকৌশল বদলে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, শনিবার তিনঘণ্টা রাজ্যের সমস্ত থানার সামনে বিক্ষোভ অবস্থান করবে বিজেপি। ফলে বিজেপির এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ্যের অবস্থা। বিজেপি চাইছে এই আন্দোলনের পথ থেকে না সরে এসে রাজ্যকে বার্তা দিতে। সেইমতোই শনিবার থানায় বিক্ষোভ-ধরনা চলবে। পরের দিনের জন্য কর্মসূচি নেওয়া হবে শনিবারের কর্মসূচির রূপায়ণের পর। তারপর ১৫ জানুয়ারি থেকে যথারীতি চলবে সংকল্প যাত্রা।

English summary
BJP decides to campaign agitation in front of police station. Mukul Roy and Dilip Ghosh take plan to change strategy against TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X