For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি পিকের! ঠক বাছতে গাঁ উজাড় হবে, বলছে বিজেপি

তৃণমূলে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি পিকের! ঠক বাছতে গাঁ উজাড় হবে, বলছে বিজেপি

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে দুর্নীতিমুক্ত করতে তালিকা তৈরিতে মন দিয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের এই উদ্যোগকে কটাক্ষ করল বিজেপি। বিজেপি মনে করে, তৃণমূলে যে দুর্নীতিমুক্ত অভিযান শুরু করেছেন পিকে, তাতে ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। তৃণমূলের বুমেরাং হবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে।

পিকের স্বচ্ছতা অভিযানকে কটাক্ষ বিজেপির

পিকের স্বচ্ছতা অভিযানকে কটাক্ষ বিজেপির

আর তৃণমূলের এই স্বচ্ছতা অভিযানকে বিষোদ্গার করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, তৃণমূলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। রাজ্যের শাসক দলের সবাই তো দুর্নীতিতে অভিযুক্ত। দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা সামনে এলে দেখবেন, কেউ আর অবশিষ্ট নেই তৃণমূলের।

বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলের

বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলের

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন, এই অভিযান নিয়ে কোনও মন্তব্য করবে না। তবে এটুকু বলতে পারি, তৃণমূলে দুর্নীতিগ্রস্থদের কোনও জায়গা নেই। বিরোধীদের ওই নিছক অভিযোগের কোনো সারবত্তা নেই।

তৃণমূলে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন পিকে

তৃণমূলে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন পিকে

২০২১-এর আগে প্রশান্ত কিশোর এবং তাঁর টিম এখন নজর দিয়েছে ফের তৃণমূলে স্বচ্ছতা ফেরাতে। কোচবিহার দিয়ে এই অভিযান শুরু হয়েছে। জেলায় কোন নেতা সম্প্রতি বেশি সম্পত্তির মালিক হয়েছেন? কার আচরণ এই শাসনকালে সবথেকে বেশি বদলেছে, তা খুঁজে বের করতে চাইছেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দেওয়াই লক্ষ্য পিকের

মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দেওয়াই লক্ষ্য পিকের

মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দেওয়াই লক্ষ্য ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। তাই দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে উদ্যোগী হয়েছেন তিনি। দলে যাঁদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাঁদের সামনের সারিতে আনতে চাইছেন। দলের কোনও নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেও পরামর্শ দিচ্ছেন তিনি।

দুর্নীতিমুক্ত তৃণমূল গড়াই লক্ষ্য প্রশান্ত কিশোরের

দুর্নীতিমুক্ত তৃণমূল গড়াই লক্ষ্য প্রশান্ত কিশোরের

পিকে যখন তৃণমূলের দুর্নীতিগ্রস্থ নেতাদের নামের তালিকা তৈরি করছেন, তখন তৃণমূলের অন্দরে সংশয় বিরাজ করছে। পরিস্থিতি যা, তাতে পিকের স্বচ্ছতা অভিযান থমকে যেতে পারে যে কোনও মুহূর্তে। যে জেলা দিয়ে এই অভিযান শুরু হয়েছে, সেই জেলা যে দুর্নীতির তালিকায় উপরে আছে, তা বিলক্ষণ জানে রাজনৈতিক মহল।

পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে 'স্বচ্ছ অভিযান’পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে 'স্বচ্ছ অভিযান’

English summary
BJP criticizes Prashant Kishor’s campaign to uproot corruption from TMC before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X