For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'পথ' ধরেছে ঘাসফুল শিবির, তৃণমূল কংগ্রেসের পাল্টা কটাক্ষ নিয়ে জল্পনা

বিজেপির 'পথ' ধরেছে ঘাসফুল শিবির, তৃণমূলের পাল্টা কটাক্ষ নিয়ে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির মোকাবিলায় এবার কি পুজো কিংবা হিন্দু ধর্মের নানা অনুষ্ঠানে যোগ দেওয়াকে বেছে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা? বিজেপির আক্রমণে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি কোচবিহার জেলার বিভিন্ন পুজো হোক কিংবা কীর্তন, তাতে অংশ নিচ্ছেন প্রভাবশালী মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা সমালোচনায় সরব হয়েছেন মন্ত্রীও।

ধর্মীয় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঘোষ

ধর্মীয় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঘোষ

গত কয়েকমাস ধরেই কোচবিহারের নানা ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে। কোথাও গিয়ে তিনি কীর্তনে অংশ নিচ্ছেন। আবার কোথাও গিয়ে শিব পুজোয় অংশ নিচ্ছেন।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি আসন বাদ দিয়ে সবকটি দখল করেছে বিজেপি। যার মধ্যে রয়েছে কোচবিহারও। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের থেকে হিন্দু ভোট গিয়েছে তাদের ঝুলিতে। এই পরিস্থিতিতে পুজো-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাদের আরও দাবি লোকসভা ভোটের আগে কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল। তৃণমূলের নেতাদের একটি বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যেত। এখন দেখা যাচ্ছে অন্য চিত্র।

'বিজেপি হিন্দু ধর্মের ঠিকাদার নয়'

'বিজেপি হিন্দু ধর্মের ঠিকাদার নয়'

বিজেপির কটাক্ষের উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছেন, বিজেপি হিন্দু ধর্মের ঠিকাদার নয়। মন্দির, মসজিদ, গির্জায় যাওয়ার তাদের সংস্কৃতি। বিজেপির কাছ থেকে বিষয়টি তারা শিখবেন না বলেও জানিয়েছেন তিনি।

শুভেন্দু, অনুব্রতকেও দেখা গিয়েছিল খোল করতাল নিয়ে

শুভেন্দু, অনুব্রতকেও দেখা গিয়েছিল খোল করতাল নিয়ে

শুধু রবীন্দ্রনাথ ঘোষই নয়, নিজের জেলায় তৃণমূলের অপর ২ প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী এবং অনুব্রত মণ্ডলকেও দেখা গিয়েছিল খোল করতাল নিয়ে কীর্তনে অংশ নিতে।

English summary
BJP criticises TMC minister Rabindranath Ghosh's position as he joins hindu religious occations. Previously Sunhendu Adhikari and Anubrata Mondal also seen with Khol in their respective district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X