For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অবাস্তব' অভিযোগ! লোকসভায় যে কারণে মমতার দল কাউকেই পেল না পাশে

লোকসভায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের রমরমা রুখতে নতুন বিল পেশের সময় বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। লোকসভায় এই বিল পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের রমরমা রুখতে নতুন বিল পেশের সময় বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। লোকসভায় এই বিল পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ।

 অবাস্তব অভিযোগ! লোকসভায় যে কারণে মমতার দল কাউকেই পেল না পাশে

তৃণমূলের তরফে সাংসদ সৌগত রায়ের যুক্তি মোদী সরকারের তরফে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে যে কড়া আইনের কথা বলা হয়েছিল, পেশ হওয়া বিলটিতে সেরকম ব্যবস্থা নেই।

বেআইনি সঞ্চয় প্রকল্পে টাকা সংগ্রহ এবং পরে লগ্নিকারীদের টাকা ফেরত না দেওয়া হলে নতুন আইনে খসড়ায় ১০ বছর পর্যন্ত কারাবাসের সংস্থান রাখা হয়েছে। এই বিল পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ বলেন এক এক রাজ্যে এক এক রকমের আইন থাকায় সেই ফাঁক দিয়ে অভিযুক্তরা বেরিয়ে যাচ্ছেন। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে একটি সার্বিক আইনের কথা বলেছিলেন। এটিই সেই পথকে সুগম করবে।

তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলেই, বিজেপির বেঞ্চ থেকে ভেসে আসে কটাক্ষ। সারদা নিয়ে খোঁটাও দেওয়া হয় সেই সময়। যদিও তৃণমূল সাংসদদের দাবি, মোদীর শাসনকালেই ভুয়ো অর্থলগ্নি সংস্থার রমরমা রয়েছে। যদিও সারদার রমরমা কোন সময়ে, সেই প্রশ্নের সোজাসুজি উত্তর তারা দেননি।

English summary
BJP criticises TMC in Loksabha over new bill to control chit funds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X