For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদেশের মধ্যে সদস্যতা অভিযানে সব রাজ্য ছাপিয়ে বাংলায় রেকর্ড গড়ল বিজেপি

লোকসভা ভোটের আগে থেকেই এ রাজ্যে বিজেপির সংগঠনের পালে হাওয়া লেগেছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে থেকেই বাংলায় বিজেপির সংগঠনের পালে হাওয়া লেগেছে। শাসকদল তো বটেই বিভিন্ন দল থেকে নেতা থেকে কর্মী, সাধারণ ভোটাররা বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরকে শক্তিশালী করে তুলেছেন। এবারের লোকসভা ভোটে বিজেপি নতুন মাইলফলক তৈরি করেছে। লোকসভা ভোটে বিজেপি সারা দেশে সবচেয়ে বেশি আসন পেয়েছে। বিরোধীদের একেবারে নাস্তানাবুদ করে ইতিহাস গড়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদী সরকার।

নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া

নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া

তবে সেই সাফল্যকে নিয়েই বেঁচে থাকতে চান না বিজেপি নেতারা। সেজন্যই নতুন করে সদস্যতা অভিযানে নেমেছেন তাঁরা। লক্ষ্য একটাই, দেশে চলতে থাকা বিজেপি হাওয়াকে কাজে লাগিয়ে আরও বেশি করে লোককে দলে নিয়ে আসা।

সামনে নতুন লক্ষ্য

সামনে নতুন লক্ষ্য

সেইমতো সারাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রায় সবকটি জেলায় সদস্যতা অভিযান চালিয়েছিল বিজেপি। এবং তার ফল হাতেনাতে মিলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব একটি নতুন সদস্যের বেঁধে দিয়েছিল। তা পুরোটা পূরণ করতে না পারলেও রেকর্ড সংখ্যক সদস্য পৌঁছে গেছে বিজেপি। এবছরের শেষ অবধি তা চলবে। তাতে সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দারুণ সাড়া বিজেপির

দারুণ সাড়া বিজেপির

সারাদেশের আর কোনও রাজ্যে এত বেশি সদস্য গেরুয়া শিবিরে যোগদান করেনি যা করেছে বাংলা থেকে। সবচেয়ে বেশি সাড়া বিজেপি নেতৃত্ব পেয়েছে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলি থেকে। এই দুটি জায়গায় বিজেপি লোকসভা ভোটে সবচেয়ে ভালো ফল করেছে। এবং ভোটের পরও দেখা যাচ্ছে এই অঞ্চলের মানুষ আরও বেশি করে বিজেপির সঙ্গে জুড়তে চাইছেন।

লক্ষ্য সরকার গঠন

লক্ষ্য সরকার গঠন

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরি করেছে বিজেপি। দলের একমাত্র লক্ষ্য সরকার গঠন। তার আগে প্রায় এক কোটি নতুন সদস্য যে বিজেপির পালে হাওয়াকে আরও জোরালো করবে তা নিঃসন্দেহে বলা যায়।

English summary
BJP creates record in Bengal in party member inclusion program, got 77 lacs membership
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X