For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিআরপিএফকে ঘেরাও করুন',রাষ্ট্র বিরোধী কথা বলছেন মমতা, প্রতিবাদে কমিশনে নালিশ বিজেপির

'সিআরপিএফকে ঘেরাও করুন',রাষ্ট্র বিরোধী কথা বলছেন মমতা, প্রতিবাদে কমিশনে নালিশ বিজেপির

Google Oneindia Bengali News

চতুর্থ দফার ভোটের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। কোচবিহারে মমতার সিআরপিএফ ঘেরাও মন্তব্যের প্রতিবাদ জানিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। কোচবিহারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিআরপিএফকে ঘেরাও করুন। একদল ঘেরাও করুন আরেকদল ভোট দিতে যান। ভোট নষ্ট হতে দেবেন না।

মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিআরপিএফকে ঘেরাও করার যেকথা বলেছিলেন তার প্রতিবাদ জানিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। চতুর্থ দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি। মমতার মন্তব্যে অশান্তি বাড়বে আশঙ্কা করেই তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।

 মমতার মন্তব্য

মমতার মন্তব্য

কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সিআরপিএফ অমিত শাহের কথা শুনে কাজ করছে। সেকারণে গ্রামে গঞ্জে মহিলাদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। তাই চতুর্থ দফার ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী কায়দা করতে না পারে সেজন্য মা-বোনেদের একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। সিআরপিএফকে ঘেরাও করুন মহিলারা। একদল ঘেরাও করুন আর একদল ভোট দিতে যান। একটি ভোটও নষ্ট হতে দেেবন না।

সুজাতাকাণ্ডের প্রতিবাদ

সুজাতাকাণ্ডের প্রতিবাদ

মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকেই সুজাতা কাণ্ড নিয়ে পুলিশকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন যেভাবে বাঁশ দিয়ে সুজাতাকে পেটানো হয়েছে তাতে তিনি পুলিশের ভূমিকা নিয়ে শঙ্কিত। ভোট এলেই পুলিশ বিজেপির হয়ে যায় বলে অভিযোগ করেছেন মমতা। আরামবাগের ওসির উপর নজর রাখছি বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

সমালোচনা জয়প্রকাশের

সমালোচনা জয়প্রকাশের

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ঘেরাও করার পরামর্শ দিচ্ছেন মমতা। তা সংবিধান বিরোধী কাজ। রাষ্ট্র বিরোধী কাজ করছেন মমতা। এরকম রাজনৈতিক দলের রাজনৈতিক স্বীকৃতি থাকার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়প্রকাশ মজুমদার।

English summary
BJP complaign against Mamata Banerjee to Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X