For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের মোকাবিলায় 'ফন্দি' বিজেপির, পুরনির্বাচনেই ধরাশায়ী করার পরিকল্পনা

তৃণমূলের মোকাবিলায় 'ফন্দি' বিজেপির, পুরনির্বাচনেই ধরাশায়ী করার পরিকল্পনা

  • |
Google Oneindia Bengali News

পুরভোট হল সেমিফাইনাল, সেদিকে লক্ষ্য রখেই এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই পুরভোটের জন্য কমিটি গঠন করা হয়ে গিয়েছে বিজেপির তরফ। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরভোটে কোথাও মেয়রপদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে না। বিজেপির দাবি, তাদের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল। সেই সুযোগই তারা পুরভোটে কাজে লাগাতে চায়।

 মুকুল রায়কে আহ্বায়ক করে পুরভোটের কমিটি বিজেপি

মুকুল রায়কে আহ্বায়ক করে পুরভোটের কমিটি বিজেপি

মুকুল রায়কে আহ্বায়ক করে পুরভোটে কমিটি তৈরি করেছে বিজেপি। এই কমিটিতে মুকুল রায়ের সহকারী করা হয়েছে সাধারণ সম্পাদক সঞ্জয় সিংকে। সবকটি পুরসভাতেই বিজেপির তরপে আলাদা করে নির্বাচনী কমিটি তৈরি করা হবে।

কোন পুরসভাতেই মেয়র, চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা নয়

কোন পুরসভাতেই মেয়র, চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা নয়

বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও পুরসভাতেই কাউকে আগে থেকে মেয়র কিংবা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে লড়াই করবে না বিজেপি।

'বিজেপি আতঙ্ক তৃণমূলে'

'বিজেপি আতঙ্ক তৃণমূলে'

বিজেপি নেতৃত্বের দাবি, তাদের নামে আতঙ্ক তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সেটাই কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির তরফে।

বিজেপিতে প্রশ্ন

বিজেপিতে প্রশ্ন

প্রায় ১০০ পুরসভায় নির্বাচন হওয়ার কথা মে-মাসের মধ্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সব পুরসভায় নির্বাচন করানোর ঝুঁকি নেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

অপহরণ করে ক্রিশ্চান বালিকার বিবাহ বৈধ, রায় দিয়ে কী কারণ দেখাল পাক শীর্ষ আদালত?অপহরণ করে ক্রিশ্চান বালিকার বিবাহ বৈধ, রায় দিয়ে কী কারণ দেখাল পাক শীর্ষ আদালত?

English summary
BJP claims, there is a phobia before Municipal Election among TMC about them. They wants to use this situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X