For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাদের দখলে বনগাঁ পুরবোর্ড! কাউন্সিলরের সংখ্যা জানিয়ে সরকারি সিলমোহরের দাবি বিজেপির

বনগাঁর পুরবোর্ড তাদের দখলে। পড়ন্ত বেলার এমনটাই দাবি করল বিজেপি। ১১-০ ভোটে পুরবোর্ডের দখল নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বনগাঁর পুরবোর্ড তাদের দখলে। পড়ন্ত বেলার এমনটাই দাবি করল বিজেপি। ১১-০ ভোটে পুরবোর্ডের দখল নিয়েছেন। জানিয়েছেন বিজেপির কাউন্সিলররা। সরকারি আধিকারিক তাদের উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন বলেও দাবি তাদের। প্রসঙ্গত এর আগে তৃণমূলের তরফে ১০-৯ ভোটে বোর্ড দখলেকর দাবি করা হয়েছিল।

তাদের দখলে বনগাঁ পুরবোর্ড! কাউন্সিলরের সংখ্যা জানিয়ে সরকারি সিলমোহরের দাবি

এদিন সকাল থেকেই থমথমে ছিল বনগাঁ। সময় যত বেড়েছে, উত্তেজনাও বেড়েছে। আগে থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। দুপুর ৩ টের আশপাশের এলাকায়
গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। রাস্তার কোনও পাশে তৃণমূল সমর্থকরা সমায়েত করেন তো কোনও পাশে বিজেপি সমর্থকরা জমায়েত করেন।

৩ টের আশপাশে দুই বিজেপি কাউন্সিলরকে নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় প্রশাসন তাদের পুরসভায় ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতিতে
সেখানে বোমাও পড়ে। এরই মধ্যে চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানান নিয়ম মেনে তারাই পুরবোর্ড দখল করেছেন। তাদের পক্ষে ১০ জন কাউন্সিলর ছিলেন। এরপরেও হাল ছাড়েনি বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, ১১ জন কাউন্সিলর পুরসভায় ঢোকেন এবং এগজিকিউটিভ অফিসারের উপস্থিতি ভোটাভুটিতে অংশ নেন তারা। যদিও তৃণমূলের তরফে সেই সময় কেউ উপস্থিত না থাকায় বিজেপি ১১-০-এ জিতে যায় বলে দাবি করে।

English summary
BJP claims 11 Councillors support in confidence vote to win Bongaon Municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X