For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিধানসভায় প্রার্থী করল দলের সাংসদদেরই, একুশের নির্বাচনে নয়া চমক

বিজেপি বিধানসভায় প্রার্থী করল দলের সাংসদদেরই, একুশের নির্বাচনে নয়া চমক

Google Oneindia Bengali News

বিজেপি প্রথম দু-দফার প্রার্থী ঘোষণা করার পর বাকি ২৩৪ আসনে রবিবারই প্রার্থী ঘোষণা করে দেবে বলে মনে করেছিলেন রাজনৈতিক মহল। কিন্তু তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেই ক্ষান্ত থাকল বিজেপি। তার মধ্যে আবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হল সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রীদেরও।

চারজন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি

চারজন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি

বিজেপি মোট চারজন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছে। তার মধ্যে আবার রয়েছেন একজন কেন্দ্রীয়মন্ত্রীও। সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধানসভা প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিককে। আবার রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও প্রার্থী করেছে বিজেপি।

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় কোন বিধানসভা ক্ষেত্রে প্রার্থী

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় কোন বিধানসভা ক্ষেত্রে প্রার্থী

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। ২০১৯-এ তিনি নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তারপর তাঁকে কেন্দ্রীয়মন্ত্রীও করা হয়। সঙ্গীতশিল্পী ও অভিনেতা হিসেবেও তিনি প্রসিদ্ধ। তাঁকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে টালিগঞ্জ থেকে। টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি লড়বেন। এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে অভিনেতা দেবদূত ঘোষকে।

সাংসদ লকেটকেও প্রার্থী করা হয়েছে বিধানসভা নির্বাচনে

সাংসদ লকেটকেও প্রার্থী করা হয়েছে বিধানসভা নির্বাচনে

শুধু কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে। লকেটকে প্রার্থী করা হয়েছে চুঁচুড়া থেকে। তিনি হুগলির সাংসদ। তাঁর সাংসদক্ষেত্রেই এবার একটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়বেন। সাংসদ নির্বাচিত হওয়ার পরও তাঁকে কেন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সাংসদ হয়েও বিধানসভায় প্রার্থী হয়েছেন স্বপন-নিশীথ

সাংসদ হয়েও বিধানসভায় প্রার্থী হয়েছেন স্বপন-নিশীথ

এছাড়া প্রার্থী করা হয়েছে সাংসদ নিশীথ প্রামাণিক ও স্বপন দাশগুপ্তকে। নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে দিনহাটা থেকে। তিনি কোচবিহারের সাংসদ। এবার বিধানসভায় লড়বেন। আর রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লড়বেন তারকেশ্বর থেকে। এখন সাংসদদের প্রার্থী করার পিছনে বিজেপির কী সমীকরণ রয়েছে, তা নিয়েই চলছে চর্চা।

টালিগঞ্জে অরূপ বনাম বাবুল, বেহালায় রত্না-পায়েল ডুয়েল! বিজেপির আজকে ঘোষিত প্রার্থী তালিকায় 'স্টার চমক' একনজরে টালিগঞ্জে অরূপ বনাম বাবুল, বেহালায় রত্না-পায়েল ডুয়েল! বিজেপির আজকে ঘোষিত প্রার্থী তালিকায় 'স্টার চমক' একনজরে

English summary
BJP chooses MPs and central ministers as candidates of West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X