For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেররিজম না থাকলেও টেরর আছে! কেন বিজেপিকে পছন্দ জানালেন, রাসবিহারীর প্রার্থী সুব্রত সাহা

টেররিজম না থাকলেও টেরর আছে! কেন বিজেপিকে পছন্দ জানালেন, রাসবিহারীর প্রার্থী সুব্রত সাহা

  • |
Google Oneindia Bengali News

রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হতে পেরে আনন্দিত প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা (subrata saha)। এদিন তিনি কলকাতা বিমানবন্দরে বলেন, নিজের জন্মস্থানে তিনি ফিরে আসতে পেরেছেন। জীবনে দেশের সেবা করার পরে এবার রাজ্যের সেবা করতে চান, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য।

নিজের কথা

নিজের কথা

এদিন সুব্রত সাহা বলেছেন, কলকাতায় তাঁর জন্ম। প্রসঙ্গত উল্লেখ করা ভাল তাঁর বাবাও সেনাবাহিনীতে চাকরি করতেন। তাঁর জন্ম ফোর্ট উইলিয়ামে। পড়াশোনা করেছেন পুরুলিয়া সৈনিক স্কুলে। জীবনে যদি কোনও জায়গায় বেশিদিন থেকে থাকেন, তাহলে তা সৈনিক স্কুল পুরুলিয়াতেই। সেই অর্থে নিজের মাটিতে ফিরে এসেছেন তিনি।

 সিয়াচিন না ভোটে লড়াই, কোনা শক্ত

সিয়াচিন না ভোটে লড়াই, কোনা শক্ত

সিয়াচিনে থেকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নাকি ভোটের লড়াই, কোনটা শক্ত এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সেনাক কর্তা সুব্রত সাহা হেসে উত্তর দিয়েছেন, ভোটটা হল কম্পিটিশন। তিনি বলেছেন, লড়াই তো শত্রুর সঙ্গে হয়। এখানে কেউই শত্রু নন। তিনি বলেছেন, এখানে কম্পিটিশন হল তাঁর সঙ্গে অন্য প্রার্থীদের।

স্ট্র্যাটেজি তৈরি করতে হবে

স্ট্র্যাটেজি তৈরি করতে হবে

রাসবিহারী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে। ওই কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাশিস কুমার। তিনি একদিকে যেমন মেয়র পারিষদ ছিলেন, তেমনই এলাকারও বাসিন্দা তিনি। কীভাবে প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা, তার উত্তরে সুব্রত সাহা বলেছেন, স্ট্যাটেজি তৈরি করেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি বলেছেন, কাশ্মীরে দীর্ঘদিন ছিলেন। সেখানে উন্নয়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, সেখানে জঙ্গিবাদ রয়েছে। এখানে টেররিজম না থাকলেও টেরর আছে। এটাকে কি কেউ অস্বীকার করতে পারে, প্রশ্ন করেছেন তিনি।

বিজেপি তাঁকে সুযোগ দিয়েছে

বিজেপি তাঁকে সুযোগ দিয়েছে

কেন বিজেপির প্রার্থী। এই প্রশ্নের উত্তরে সুব্রত সাহা বলেছেন, বিজেপি তাঁকে সুযোগ দিয়েছে। তারা বলেছে, নিজের রাজ্যের জন্য কাজ কর। তিনি সেনা জওয়ান, তাঁকে লড়াই করতে বলা হয়েছে। তিনি লড়াইয়ে জিততেই ময়দানে নেমেছেন বলে জানিয়েছেন বালাকোট অভিযানের মাথা বলে পরিচিত সুব্রত সাহা।

বাংলায় প্রথম দফা নির্বাচনের দিনই আসাদউদ্দিন নিতে চলেছেন কোন বড় পদক্ষেপ, ফোকাসে 'মিম'বাংলায় প্রথম দফা নির্বাচনের দিনই আসাদউদ্দিন নিতে চলেছেন কোন বড় পদক্ষেপ, ফোকাসে 'মিম'

English summary
BJP candidate from Rashbihari says, BJP gives him opportunity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X