For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী মৃণাল দেবনাথ! দেশের মাটিতে প্রথমবার দেবেন ভোট

এবারের লোকসভা ভোট দিয়েই জীবনের প্রথম ভোট দিতে চলেছেন বারাসাত এর বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। পেশায় চিকিৎসক তিনি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

এবারের লোকসভা ভোট দিয়েই জীবনের প্রথম ভোট দিতে চলেছেন বারাসাত এর বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। পেশায় চিকিৎসক তিনি।
সেখানেই তাঁর পড়াশোনা। কাজও শুরু করেন সেখানেই। তাই দীর্ঘ দিন তিনি কাটিয়েছেন বিদেশে। ফলে দেশের মাটিতে ভোট আর দেওয়া হয়ে ওঠেনি।

বারাসতের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ

বারাসতের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ

এবার লোকসভা ভোটে বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন চিকিৎসক মৃণালকান্তি দেবনাথ। ভোটে দাড়িয়েই তার প্রথম প্রতিক্রিয়া, বার প্রথম বার ভোট দেবেন তিনি।

৩২ বছর কাটিয়েছেন বিদেশে

৩২ বছর কাটিয়েছেন বিদেশে

মৃণাল দেবনাথের পরিজনরা জানিয়েছেন, জীবনের ৩২টা বছরই তিনি বিদেশে থেকেছেন। তাই এখনও পর্যন্ত জীবনে কোনও দিনেই এ দেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেননি। যে ঘটনা নিয়ে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের নিশানায় তিনি।

মৃণাল দেবনাথের সাফাই

মৃণাল দেবনাথের সাফাই

এ ব্যাপারে মৃণালবাবু অবশ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন, নিজের বিদেশে থাকার কারণকেই। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বীরা বিষয়টাকে এতটা লঘু করে দেখতে নারাজ তিনি। প্রথমবার নিজের ভোট দিতে যাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মৃণালবাবু। তিনি জানান, তিনি ১৮ বছর বয়সে পা দিয়ে বাবার সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু, পাড়ার ঝান্ডাধারী মস্তানরা মাঝপথ থেকেই তাঁকে ফিরিয়ে দিয়েছিল বলে অভিযোগ। ভোট দিতে গিয়ে অপমানিত হওয়ার পর তিনি আর কোনো দিন বুথ-মুখো হননি।

বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া

বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে তৃণমূল এবং সিপিএম নেতৃত্ব। বারাসাত কংগ্রেস ও তৃণমূলের মতে, যিনি নিজেই গণতন্ত্র মানেন না, তিনি কী ভাবে গণতান্ত্রিক দেশে ভোট চাইছেন। এই ঘটনা থেকেই স্পষ্ট গণতন্ত্রের প্রতি তাঁর অবিশ্বাস রয়েছে। অন্য দিকে সিপিএমের তরফে কটাক্ষের মাত্রা বাড়িয়ে বলা হয়েছে, গণতন্ত্রে যিনি বিশ্বাস করেন না, নিশ্চয় ষড়যন্ত্রে বিশ্বাসী তিনি। তবে এ বারে যে তিনি নিজের ভোটটি নিজেই দেবেন, সে বিষয়ে একপ্রকার আশ্বস্ত বলা যেতেই পারে।

পদ্মপ্রতীকে ভোটে দিতে জোরদার প্রচার

পদ্মপ্রতীকে ভোটে দিতে জোরদার প্রচার

বারাসতের মানুষকে পদ্ম-প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মৃণালকান্তি দেবনাথ প্রচারে নেমেছেন জোরকদমে। এক দিকে কাঠফাটা রোদে পায়ে হেঁটে হাইটেক প্রচারে নেমেছেন তিনি। সুদূর আমেরিকা থেকে বন্ধুরাও এই প্রচারে তার সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন।

English summary
BJP candidate from Barasat Mrinalkanti Debnath started his campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X