For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘হাটে হাঁড়ি ভাঙবেন’ ভারতী! ‘জঙ্গলমহলের মা’-এর সঙ্গে লড়াই ভোট ময়দানেও

তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতি নিয়ে ‘হাটে হাঁড়ি ভাঙবেন’ ভারতী ঘোষ। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী শনিবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের তাবড় নেতা-নেত্রীদের।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতি নিয়ে 'হাটে হাঁড়ি ভাঙবেন' ভারতী ঘোষ। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী শনিবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের তাবড় নেতা-নেত্রীদের। পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষের প্রবেশ আটকাতে সম্প্রতি ফের আইনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তাঁর বিরুদ্ধে ঘাটালের দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূলের পক্ষ থেকে।

অভিযোগ, তিনি প্রচারের গিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন। সেই আশঙ্কা প্রকাশ করে পশ্চিম মেদিনীপুরে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করে এই বিষয়ে ভারতীর বক্তব্য জানতে চেয়েছে। আগামী ১৫ এপ্রিল এই আবেদনের পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে৷

তৃণমূলের ‘হাটে হাঁড়ি ভাঙবেন’ ভারতী! টক্কর ভোট ময়দানেও

আর শনিবারই ঘাটাল এলাকার অন্তর্গত ডেবরা ও পিংলা এলাকাতে নির্বাচনী প্রচার চালান ভারতী ঘোষ। সেই সময়েই তিনি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন। শুক্রবারই এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের সমর্থনে একটি প্রচার সভায় দলের জেলা সভাপতি অজিত মাইতি দাবি করেছিলেন, ভোটে জেতা নয়, তথ্যপ্রমাণ লোপাট করাই ভারতী ঘোষের একমাত্র উদ্দেশ্য।

আর এদিন ভারতী ঘোষ বলেন, আমি রাস্তায় নেমে এসেছি, মানুষের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। যারা সকাল বিকাল চুরি করে, দুর্নীতি করে তারাই সব সময় ভয় পায়। এরপরই তিনি বলেন, মনে রাখবেন আমি এই জেলার এস পি ছিলাম। সবার দুর্নীতি জানি, কে কী করেছে তার সব কিছু আমার নখদর্পণে।

যদি কেউ মনে করে থাকেন যে, আমি হাটে হাঁড়ি ভাঙব না তাহলে তিনি ভুল ভেবেছেন। অনেক কিছুই আমার জানা আছে। সময় এলেই হাটে হাঁড়ি ভাঙব। পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ কী কী দুর্নীতি করেছে সেটাকেই এখন তাদের প্রচারে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। যে ভারতী ঘোষ মুখ্যমন্ত্রীকে 'জঙ্গল মহলের মা' বলেছিলেন, যিনি তাঁর খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তাকেই এখন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মহিলা বলে আক্রমণ করছে জেলা তৃণমূল কংগ্রেস।

ভারতী ঘোষ পুলিশ থেকে পদত্যাগ করার পরেই তার নামে একাধিক মামলা হয়। তাঁর বাড়িতে গিয়ে সিআইডি তল্লাশিও চালায়। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারবে না। এই বছরই তিনি যোগ দেন বিজেপিতে। তারপরেই দেবের বিরুদ্ধে তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি।

ভারতী ঘোষের দাবি সুপ্রিম কোর্ট সব দিক বিবেচনা করার পরে তাঁকে রিলিফ দিয়েছে এবং মেদিনীপুর আদালত তাঁর জামিনও মঞ্জুর করেছে। ভারতী ঘোষের দাবি, যাঁরা নারদা ও সারদা মামলায় অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাঁদের আবার প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী। উল্টেদিকে, পুলিশের চাকরি ছাড়ার পরেই তাঁর নামে মিথ্যা মামলা করা হয়েছে। তারই জেরে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা বেশি বাড়াবাড়ি করলে ও ভোট লুট করার পরিকল্পনা করলে মানুষ এবার তা রুখে দেবে। সব জবাব দেবে এবার ইভিএমে।

English summary
BJP candidate Bharati Ghosh threatens to TMC on their corruption. He warns to leak corruption among all.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X