For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে মহাবিপদে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ! উত্তেজনা বাড়ছে ঘাটাল কেন্দ্রে

লোকসভা ভোটের আগে সমস্যা বাড়ল ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী‌ ঘোষের। তাঁর নামে আরও‌ দুটি অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে সমস্যা বাড়ল ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী‌ ঘোষের। তাঁর নামে আরও‌ দুটি অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানায় তাঁর নামে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার আনন্দপুরে প্রচার চালানোর‌ সময় তৃণমূলের কর্মীদের কুকুরের‌ মতো মারার হুমকি দিয়েছিলেন ভারতী ঘোষ।

ভোটের আগে মহাবিপদে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ! উত্তেজনা বাড়ছে ঘাটাল কেন্দ্রে

উত্তরপ্রদেশ থেকে লোক এনে তৃমমূল কর্মীদের কুকুরের মতে মারার হুমকির জেরে ভারতী ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। আরও একটি অভিযোগ দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। কেশপুরের তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় পান এই অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন:যুদ্ধ শেষ, মোদীকে আলিঙ্গন ও ভালোবাসার বার্তা রাহুলের! রাজীব-অপমানেও গান্ধীগিরি][আরও পড়ুন:যুদ্ধ শেষ, মোদীকে আলিঙ্গন ও ভালোবাসার বার্তা রাহুলের! রাজীব-অপমানেও গান্ধীগিরি]

অন্য অভিযোগটি দায়ের করেন ‌সঞ্জীব দাস। এই ধরনের কথা বলে ভারতী ঘোষ তাঁদের মারার হুমকি দিচ্ছেন এবং অশান্তি সৃষ্টি করতে মানুষকে ‌প্ররোচিত করছেন। ভারতী ঘোষ-সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ‌ দায়ের ‌হয়েছে। ইতিমধ্যেই এই ধরনের কথা বলার জন্য জেলা ‌প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে ‌নির্বাচন‌ কমিশন। ভারতী ঘোষের হুমকির পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ‌দিলীপ‌ ঘোষ। তিনি বলেন, ভারতী ঘোষ ‌খারাপ কিছু বলেনি।

[আরও প়ড়ুন: তৃণমূলের জন্য দরজা খোলা রাখল কংগ্রেস! ভোট শেষের আগেই বিশেষ বার্তা][আরও প়ড়ুন: তৃণমূলের জন্য দরজা খোলা রাখল কংগ্রেস! ভোট শেষের আগেই বিশেষ বার্তা]

English summary
BJP candidate Bharati Ghosh is in trouble after threatens to TMC workers. She will beat them to bring man from Uttar Pradesh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X