For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ তৃণমূল বিধায়ক বিজেপির লাইনে দাঁড়িয়ে! মুকুলের তালিকা নিয়ে আসরে অর্জুন

মুকুল রায়ের সঙ্গে কে কে তৃণমূল ছাড়তে পারেন। সেই আলোচনায় উঠে আসছিল অনেক নাম। এবার অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর খোলাখুলিই জানিয়ে দিলেন ১০০ বিধায়ক লাইনে রয়েছে।

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল ছাড়তে পারেন, এই জল্পনার শুরু থেকেই আরও এক রটনা শুরু হয়েছিল রাজনীতির অন্দরে। মুকুল রায়ের সঙ্গে কে কে তৃণমূল ছাড়তে পারেন। সেই আলোচনায় উঠে আসছিল অনেক নাম। অনেক সাংসদ, অনেক বিধায়কের নাম শোনা যাচ্ছিল। এবার অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর খোলাখুলিই জানিয়ে দিলেন ১০০ বিধায়ক লাইনে রয়েছে।

অন্তত ১০০ বিধায়ক অপেক্ষায়

অন্তত ১০০ বিধায়ক অপেক্ষায়

এবার বারাকপুর কেন্দ্রে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তিনি বলেন, শুধু লোকসভা ভোটের ফলাফলটা বের হতে দিন, তারপরই দেখবেন চমক। ২৩ মে-র পর অন্তত ১০০ বিধায়ক যোগ দেবেন বিজেপিতে।

রাজ্যে তৃণমূল থাকবে না

রাজ্যে তৃণমূল থাকবে না

অর্জুন সিংয়ের কথায়, লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল বলে কিছু থাকবে না। থাকবে না তৃণমূল সরকারও। সব উল্টে যাবে। ২০২১-এর আগেই রাজ্যে পরিবর্তন আসবে। সেদিকেই এগিয়ে চলেছে রাজ্য। এবার লোকসভা ভোট থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে।

লোকসভা ভোট মিটলেই ভাঙন

লোকসভা ভোট মিটলেই ভাঙন

তৃণমূল-ত্যাগী বিধায়ক বলেন, লোকসভা ভোট মিটলেই তৃণমূল ভাঙতে শুরু করবে। আমাদের নেতা মুকুল রায়ের কাছে তালিকা প্রস্তুত আছে। কারা কারা বিজেপিতে আসবেন। তৃণমূলের শতাধিক বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন বিজেপিতে যোগ দেওয়া জন্য। তাঁরা শুধু অপেক্ষা করছে লোকসভার ফলাফল দেখার জন্য।

৩০ বছর পর কেন সঙ্গ ছাড়লেন

৩০ বছর পর কেন সঙ্গ ছাড়লেন

অর্জুন সিং এদিন সাফাই দেন ৩০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করার পর কেন ছাড়লেন। দল ক্ষমতায় আসার পরই ভোলবদল করল। প্রকৃত কর্মীদেরই দূরে সরিয়ে দিল। কয়েকজন নেতা দলকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন।

একটাই মন্ত্র মানি আর মানি

একটাই মন্ত্র মানি আর মানি

তাঁর কথায়, দলে এখন একটাই মন্ত্র। মানি মানি আর মানি। কোনও উন্নয়ন নেই, কোনও কাজ নেই। মা-মাটি-মানুষের স্লোগান সব বৃথা। টাকা ছাড়া কোনও কথা নেই। তাই ভাঙন ধরেছে দলে। প্রতিদিনই নিচুতলার কর্মীরা দল ছাড়ছেন। ভিতর ঝাঁঝরা হয়ে যাচ্ছে। যেকোনও দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দল। মুকুলের কথাই প্রতিধ্বনিত হচ্ছে অর্জুনের গলায়।

[আরও পড়ুনমুকুলের তালিকায় ৮০ জনের নাম! তৃণমূল ছাড়তে প্রস্তুত কোন সাংসদ-বিধায়করা][আরও পড়ুনমুকুলের তালিকায় ৮০ জনের নাম! তৃণমূল ছাড়তে প্রস্তুত কোন সাংসদ-বিধায়করা]

English summary
BJP candidate Arjun Singh threatens almost 100 MLA are in line of BJP. He says TMC will break totally after Lok Sabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X