For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের যুবরাজ তো আর সিপিএমের হাতে মার খাননি! অভিষেককে বার্তা অর্জুনের

ব্যারাকপুরে তৃণমূলের দীনেশ ত্রিবেদী দু-লাখ ভোটে জিতবেন বলে অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ব্যারাকপুরে তৃণমূলের দীনেশ ত্রিবেদী দু-লাখ ভোটে জিতবেন বলে অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কঠিন বাস্তবের 'শিক্ষা' দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, উনি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, হঠাৎ যুবরাজ হয়ে গেছেন। সিপিএমের কাছে তো মার খাননি।

তৃণমূলের যুবরাজ তো আর সিপিএমের মার খাননি! অভিষেককে ভোট-বার্তা অর্জুনের

অর্জুনের সাফ কথা, অভিষেক অনেক কিছু বোঝেন, কিন্তু ভোটটা এখনও বোঝেন না। তাঁর হুঁশিয়ারি, পুলিশকে দিয়ে ভোট করানো এক বিষয়। আর মানুষের ভোট নিজেদের বাক্সে প্রতিফলিত করা আর এক বিষয়। তাই ২৩ মে ফল প্রকাশের দিন পর্যন্ত অভিষেককে অপেক্ষা করতে বললেন অর্জুন সিং।

[আরও পড়ুন:তৃণমূলের যুবরাজ তো আর সিপিএমের মার খাননি! অভিষেককে ভোট-বার্তা অর্জুনের][আরও পড়ুন:তৃণমূলের যুবরাজ তো আর সিপিএমের মার খাননি! অভিষেককে ভোট-বার্তা অর্জুনের]

তাঁর কথায়, ২৩ মে এলেই অভিষেক বুঝে যাবেন, কত ধানে কত চাল। এদিন মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি আক্রমণ না করলেও, অভিষেককে নিশানা করতে ছাড়লেন না। তবে নরেন্দ্র মোদীকে মমতার চেয়ে বড় আসনে বসিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে নিজের জয়ের ব্যাপারেও যে তিনি নিশ্চিত, তা বোঝালেন অর্জুন। দীনেশ ত্রিবেদীকে হারানোর হুঙ্কার ছাড়লেন।

এদিন বারাসাত বিশেষ আদালতে এসে একে একে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন। একে একে অভিষেক বন্দোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন। একইসঙ্গে তিনি ফের দাবি করেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন একশো তৃণমূল বিধায়ক।

[আরও পড়ুন:বাংলায় আরও ১০টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি][আরও পড়ুন:বাংলায় আরও ১০টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি]

তিনি বলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে তাঁর উচ্চতা সমান দুর্নীতির বোঝা। ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। খাদ্যমন্ত্রী কোথা থেকে এত টাকা পেলেন, সেই প্রশ্ন তুলে অর্জুন সিংহের দাবি ফাইল রেডি হচ্ছে। সব সামনে আসবে। তাঁর সাফ কথা, লুকিয়ে দল ছাড়েননি, তাই তিনি গাদ্দার হতে পারেন না।

[আরও পড়ুন:সোনা-কাণ্ডে আইনি নোটিশ বাবুলকে, প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতেও সরব অভিষেক][আরও পড়ুন:সোনা-কাণ্ডে আইনি নোটিশ বাবুলকে, প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতেও সরব অভিষেক]

English summary
BJP candidate Arjun Singh criticizes Abhishek Banerjee. He says Abhishek not beaten by CPM. So He does not know the vote is how much tough,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X