For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ভাঙন পুরুলিয়াজুড়ে, হাতছাড়া হতে বসেছে সেই বলরামপুর পঞ্চায়েত সমিতিই

এবার পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় চাকা ঘুরিয়ে দিয়ে শাসক শিবিরের দিকে মোক্ষম চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল বিজেপি। কিন্তু যত দিন এগোচ্ছে, ততই পুরুলিয়াজুড়ে গেরুয়া শিবিরে ভাঙন-চিত্র স্পষ্ট হচ্ছে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের পর যে বলরামপুর-জুড়ে শুধু বিজেপির গেরুয়া পতাকা উড়ছিল, সেখানেই এখন বিজেপি লড়ছে ভাঙন রুখতে। এবার পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় চাকা ঘুরিয়ে দিয়ে শাসক শিবিরের দিকে মোক্ষম চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল বিজেপি। কিন্তু যত দিন এগোচ্ছে, ততই পুরুলিয়াজুড়ে গেরুয়া শিবিরে ভাঙন-চিত্র স্পষ্ট হচ্ছে।

বিজেপিতে ভাঙন পুরুলিয়াজুড়ে, হাতছাড়া হতে পারে বলরামপুরও

বর্তমান পরিস্থিতিতে পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতিতে জিতেও বোর্ড গঠন করাই সংকট হয়ে দাঁড়িয়েছে বিজেপি। এই বলরামপুরেই তিন-তিনটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল। তিনজন বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে উত্তাল হয়েছিল পুরুলিয়া। তারপর থেকেই বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছে তৃণমূল। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বলরামপুর পঞ্চায়েত সমিতি হারানোর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিজেপিকে।

তৃণমূলের দাবি, বিজেপির টিকেটে জেতা অন্তত সাতজন পঞ্চায়েত সমিতি সদস্য ওইদিন যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। তাহলেই পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের ব্যাপারে এক ধাপ এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া জুড়ে যে ভাঙন চলছে বিজেপিতে, তাতে যে জায়গাকে ঘিকে বিজেপি ভিত গড়ে তোলার চেষ্টা করছিল, সেই বলরামপুরই হাতছাড়া হতে চলেছে।

জঙ্গলমহলে এতদিনে বিজেপি যে সংগঠন বাড়িয়ে ছিল, তার ভিত নাড়িয়ে দিতে চাইছে বলরামপুরকে নিজেদের দখলে এনে। বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট ২০টি আসন। তার মধ্যে ১৭টিতে জেতে বিজেপি আর তিনটিতে জেতে তৃণমূল। এই অবস্থায় বিজেপির সাতজন তৃণমূলে যোগ দিলে দুই দলেরই সংখ্যা হবে ১০-১০। সংখ্যা গরিষ্ঠতা পেতে তখন দরকার হবে একটি আসন। গোহারা হারা সমিতি বিজেপির কাছে ছিনিয়ে নেওয়ার অর্থ বিজেপির মনোবল ভেঙে দেওয়া। এখন সেই ভাঙনের রাজনীতিতেই কেল্লাফতে করে জঙ্গলমহলে ফিরতে চাইছে তৃণমূল।

অবশ্য বিজেপির দাবি, তাদের কেনও সদস্যই দল ছাড়বেন না। কেউ তৃণমূলে যাবেন না। একসঙ্গে এতজন যেতেই পারে না তৃণমূলে। তবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে আমাদের দলের সদস্যদের শাসকদলে যোগ দেওয়ানোর একটা চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিজেপির জেলা নেতৃত্ব এই সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিলেও, ক-দিন ধরেই পুরুলিয়ায় ভাঙন ধরা পড়ছে গেরুয়া শিবিরে।

English summary
BJP can lose Balarampur Panchayat Samity at Purulia. BJP’s Panchayat Samiti members can join in TMC at Purulia on Abhishek’s rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X