For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-রাজীবদের জরুরি তলব দিল্লিতে, বিজেপির প্রার্থী-পদে কি আসবে নয়া চমক

তৃণমূল ২৯৪টির মধ্যে তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চার ন্য ছেড়ে রেখে একবারে ২৯১টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বিজেপি মাত্র দুদফার ৬০টি আসনের প্রার্থী ঘোষণা করেই ক্ষান্ত থেকেছে।

Google Oneindia Bengali News

তৃণমূল ২৯৪টির মধ্যে তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চার ন্য ছেড়ে রেখে একবারে ২৯১টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বিজেপি মাত্র দুদফার ৬০টি আসনের প্রার্থী ঘোষণা করেই ক্ষান্ত থেকেছে। বাকি ২৩৪টি আসনের প্রার্থীর নাম এখনও দিতে পারেনি বিজেপি। এই অবস্থায় তড়িঘড়ি বঙ্গ বিজেপি নেতাদের দিল্লিতে তলব করলেন অমিত শাহ।

শুভেন্দু-রাজীবদের জরুরি তলব, বিজেপির প্রার্থী-পদে চমক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লিতে যাচ্ছেন দলের বঙ্গ ব্রিগেড। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহারা দিল্লির পথে পাড়ি দিয়েছেন।

রাজনৈতিক মহলের অভিমত, রবিবার বাকি ২৩৪ আসনের প্রার্থী ঘোষণার আগে জরুরি বৈঠকের জন্যই তলব করা হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বকে। সেইমতো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা দিল্লির উদ্দেশ্য রওনা দিলেন শুক্রবার রাতেই। জরুরি নির্বাচনী বৈঠকের জন্য দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নিজেদের ছবি শেয়ার করেন বিজেপি নেতারা।

সম্ভবত রবিবারই তাঁরা বাকি ২৩৪ আসনের প্রার্থীর নাম প্রকাশ করবেন। শুভেন্দু-মমতার দ্বৈরথ স্থির হয়ে গিয়েছে। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা কোন কেন্দ্র থেকে লড়াই করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তৃণমূল ত্যাগী নেতাদের সঙ্গে কার দ্বৈরথ হয়, তা-ই এখন দেখার।

English summary
BJP calls to Suvendu Adhikari and Rajib Banerjee for candidate selection in West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X