For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ ছাত্রের মৃত্যুতে এবার বাংলা বনধের ডাক বিজেপির! দেখুন পুলিশ-প্রহারের ভিডিও

ইসলামপুর কাণ্ডে ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিল বিজেপি। ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুর কাণ্ডে ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিল বিজেপি। ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও করেছে আরএসএস। না হলে ২৪ ঘন্টার পর ব্যাপক গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আরএসএস-এর তরফ থেকে।

গুলিবিদ্ধ ছাত্রের মৃত্যুতে রাজ্য জুড়ে আন্দোলন বিজেপির! এবার বাংলা বনধের ডাক

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আরএসএস ও বিজেপির সংগঠিত পরিকল্পনা ছিল ইসলামপুরে দাড়িভিটে। ডিআই-এর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। এমন কী পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

এদিকে ইসলামপুর কাণ্ডে একসঙ্গে গণ আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি ও আরএসএস। আরএসএস, বলেছে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঘটনায় মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরএসএস-এর দাবি, শিক্ষামন্ত্রীকে বলতে হবে, আরএসএস-এর কে দায়ী। পাশাপাশি ব্যাপক গণ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে আরএসএস-এর তরফ থেকে। আরএসএস-এর দাবি গুলি পরীক্ষা করে দেখা হোক, সেই গুলি কারা ব্যবহার করে।

বহিরাগতদের ওপর হামলার অভিযোগ তুললেও, পুলিশ এখনও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। বিজেপির তরফে ২৬ অগাস্ট বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে।

English summary
BJP calls Bangla Bandh on 26th September on Islampur agitation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X