বিজেপির কাছে ফের পর্যুদস্ত তৃণমূল! অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পঞ্চায়েত হল গেরুয়া
ভোটাভুটিতে তৃণমূলকে হারিয়ে নদিয়ার করিমপুর পঞ্চায়েতের বোর্ড দখল করল বিজেপি। মঙ্গলবার ১১-১০ ভোটে জয়ী হয়ে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন বিজেপির মণীষা মালাকার। তিনি তৃণমূলের অনুভা পালকে পরাজিত করেন। তৃণমূলের তাপসী সিংহকে হারিয়ে উপপ্রধান নির্বাচিত হন বিজেপির সোমা ভট্টাচার্য। হাইকোর্টের নির্দেশে করিমপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হয় এদিন।

করিমপুর পঞ্চায়েতের বোর্ড গঠন
নিরাপত্তা বলয়ে মুড়ে করিমপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। কোনও গন্ডগোল যাতে না বাধে তার জন্য কড়া নজরদারি ছিল পুলিশ-প্রশাসনের। ২০১৮ সালে ভোট হলেও এতদিন বোর্ড গঠন করতে পারেনি বিজেপি। তৃণমূল বোর্ড গঠন করতে দিচ্ছে না বলে অভিযোগ করে হাইকোর্টে যায় বিজেপি।

যে অঙ্কে বোর্ডের ফয়সালা
হাইকোর্টের নির্দেশের পর ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমেই বোর্ড গঠন হল। নির্বাচিত হলেন প্রধান-উপ প্রধান। উল্লেখ্য, করিমপুর দু-নম্বর ব্লকের এই পঞ্চায়েতে বিজেপি ১২টি আসনে জয়ী হয়। তৃণমূল পায় ৮টি আসন আর নির্দল পাল দুটি আসন। এদিন ভোটাভুটিতে নির্দলের ভোট তৃণমূলের দিকে যায়।

তৃণমূলকে হারিয়ে বিজেপির পঞ্চায়েত
বিজেপির পক্ষে ভোট পড়ে ১২টি। প্রধান নির্বাচনে একটি ভোট বাতিল হয়। আর তৃণমূল প্রার্থী পান ১০টি ভোট। ১১-১০ ব্যবধানে জয়ী হয় বিজেপি। উপপ্রধান নির্বাচনে অবশ্য ১২-১০ ভোটে ফয়সালা হয়। ফলে প্রায় দেড় বছর পর বিজেপি এই পঞ্চায়েতে বোর্ড গঠন করছে।

বিজেপির উচ্ছ্বাস পঞ্চায়েত জয়ে
বিজেপি এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্টের নির্দেশ তাঁদের পক্ষে যায়। তারপর ভোটাভুটিতেও তৃণমূলকে হারিয়ে বহু আকাঙ্খিত জয় পায় বিজেপি। এতদিন ভোটে জিতেও পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারছিল না তারা। এবার হাইকোর্টের নির্দেশে তা বাস্তবায়িত হল।