For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের ‘জায়গা ছাড়া’র বার্তার ২৪ ঘণ্টা পরেই ভাঙন ঘরে! ‘অন্য কিছু’ খোঁজা শুরু

মুকুলের ‘জায়গা ছাড়া’র বার্তার ২৪ ঘণ্টা পরেই ভাঙন ঘরে! ‘অন্য কিছু’ খোঁজা শুরু

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘণ্টাও হয়নি মুকুল রায় জায়গা ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন। তাঁর এই জায়গা ছেড়ে দেওয়ার বার্তার পর স্বভাবতই জল্পনা শুরু হয়েছিল, তবে কি মুকুল রায় ঘরওয়াপসির কথা ভাবছেন। মুকুল রায়ের ঘরওয়াপসি নিয়ে আর কোনও চর্চা না হলেও তাঁর শ্যালক এদিন তৃণমূলে ফিরে এলেন।

প্রকাশ্য মঞ্চে জায়গা ছেড়ে দেওয়ার বার্তা মুকুলের

প্রকাশ্য মঞ্চে জায়গা ছেড়ে দেওয়ার বার্তা মুকুলের

একুশের ভোটের আগে বহুবারই জল্পান বাড়িয়েছেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পরও মুকুল রায় অভিযোগ করেছেন, দল তাঁকে কাজে লাগাচ্ছে না। এবার প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়েই বললেন জায়গা ছেড়ে দেওয়ার কথা। স্বভাবতই তাঁর বার্তা বিজেপিতে তাঁর কাজ শেষ হয়েছে।

মুকুলের জায়গা ছাড়ার বার্তার পরই শ্যালক তৃণমূলে

মুকুলের জায়গা ছাড়ার বার্তার পরই শ্যালক তৃণমূলে

মুকুলের জায়গা ছাড়ার বার্তার পরদিনই তাঁর শ্যালক সৃজন রায় যোগ দিলেন তৃণমূলে। এক বছর পর তাঁর ঘরওয়াপসি হল। তিনি তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করেন। বলেন, বিজেপিতে থাকা যায় না। কারণ বিজেপি ধর্ম ছাড়া কিছু বোঝে না। আর আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী।

মুকুলের ওই বক্তব্যের পরই ঘরওয়াপসির জল্পনা

মুকুলের ওই বক্তব্যের পরই ঘরওয়াপসির জল্পনা

মুকুল রায় প্রকাশ্য জনসভায় বলেছিলেন জায়গা ছাড়ার কথা। তিনি বলেন, জায়গা ছেড়ে দেওয়ার পালা শুরু হয়েছে। আমি জায়গা ছেড়ে দিচ্ছে। জায়গা ছাড়তে জানাটা একটা আর্ট। কখন জায়গা ছাড়তে হবে, সেটা শিখতে হয়। মুকুলের ওই বক্তব্য নিয়ে স্বভাবতই জল্পনা শুরু হয়েছে।

হঠাৎই‘অন্য কিছু’ খোঁজা শুরু মুকুলকে নিয়ে

হঠাৎই‘অন্য কিছু’ খোঁজা শুরু মুকুলকে নিয়ে

মুকুল রায় দীর্ঘদিন ধরেই প্রশাসনের বিরুদ্ধে আগের মতো মুখ খোলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চাঁছাছোলা আক্রমণ করেননি। তৃণমূল ভাঙার পিছনে তাঁর হাত থাকলেও, তিনি তৃণমূলের বিরুদ্ধে আগের মতো আক্রমণাত্মক নয়। ফলে রাজনৈতিক মহল 'অন্য কিছু' খোঁজা শুরু করে দিয়েছে মুকুলকে নিয়ে।

একুশের ভোটের আগে জল্পনা বাড়ালেন মুকুল

একুশের ভোটের আগে জল্পনা বাড়ালেন মুকুল

তবে মুকুলের ঘনিষ্ঠ মহল সাফ জানিয়ে দিয়েছে, সরে যাওয়ার কোনও চিন্তাভাবনা তাঁর মাথায় নেই। তবে সুগার, শরীরের অবস্থা, বয়স তাঁকে খানিকটা কাবু করেছে। তাই তিনি আগের মতো সময় দিতে পারছেন না। তাই এর মধ্যে 'অন্য কিছু' খোঁজার কোনও অর্থ হয় না। কিন্তু প্রশ্ন, সামনেই যখন নির্বাচন, তখন এমন কথা কেন বলেন, এখন তো জায়গা ছাড়ার সময় নয়!

মুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে 'ঘর’ ভাঙছে বিজেপিরওমুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে 'ঘর’ ভাঙছে বিজেপিরও

English summary
BJP broken after Mukul Roy increases speculation message before West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X