পুলিসের অত্যাচারে মৃত্যু, বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি, বিক্ষোভে রাস্তায় অগ্নিমিত্রারা
পুলিসের অত্যাচারেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। এক মাস ধরে দেহ পচছে মর্গে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ময়না তদন্ত করা হচ্ছে না। এই অভিযোগে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হলেন বিজেপির নেতা কর্মীরা। ছিলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলও।

প্রায় কয়েকশো বিজেপি কর্মী গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন মৃতের পরিবারের সদস্যরাও। গত ২ সেপ্টেম্বর পুলিস হেফাজতে মৃত্যু হয়েছিল অনুপ রায়ের। পুলিস তাঁকে পিটিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ পরিবারের। প্রথমবার ময়নাতদন্তের পর দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়।
হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্তে করার কথা। কিন্তু পুলিস কিছুতেই সেটা করছে না বলে অভিযোগ পরিবারের লোকেদের। বিজেপি কর্মীর পরিবারের ন্যায় বিচারের দাবিতে শেষে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।

পশ্চিমবঙ্গ তথা সারা দেশ থেকে বর্ষার বিদায়! ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস