For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রান্ত একের পর এক বিজেপি নেতা! রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

রাজ্য জুড়ের একের পর এক নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে বিজেপি। সোমবার বিভিন্ন জেলার পুলিশ সুপারেরঅফিস ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য জুড়ের একের পর এক নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে বিজেপি। সোমবার বিভিন্ন জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া, ব্যারাকপুর সংসদীয় এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।

শুক্রবার আক্রান্ত দিলীপ ঘোষ

শুক্রবার আক্রান্ত দিলীপ ঘোষ

শুক্রবার লেকটাউনে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওইদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে তিনি 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়েছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল
কাউন্সিলরের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক দিলীপ ঘোষকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দিতে শুরু করে। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি
বেধে যায়। দিলীপ ঘোষ কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন।

আক্রান্ত বনগাঁ উত্তরের বিধায়ক

আক্রান্ত বনগাঁ উত্তরের বিধায়ক

ওইদিনই বনগাঁয় আক্রান্ত হন সেখানকার বিধায়ক বিশ্বজিৎ দাস। গাড়িতে হামলার পাশাপাশি তাঁকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।

রবিবার আক্রান্ত অর্জুন সিং

রবিবার আক্রান্ত অর্জুন সিং

এদিন সকাল থেকেই পার্টি অফিস দখল আর পুনর্দখলকে কেন্দ্র করে উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং পৌঁছতেই তাঁর গাড়ির ওপর হামলা হয়। সূত্রের খবর অনুযায়ী ইটের আঘাতে মাথা ফাটে
তাঁর। যদিও অর্জুন সিং-এর দাবি কমিশনারের লাঠির আঘাতে মাথা ফেটেছে। অন্যদিকে অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমা পড়ে। তাঁর বাড়িতে জোর করে পুলিশ ঢুকতে যায় বলেও
অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে।

<strong>[আরও পড়ুন:অর্জুন নিজেই নিজের মাথা ফাটিয়েছে! পার্টি অফিস ফেরত পেতে জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি]</strong>[আরও পড়ুন:অর্জুন নিজেই নিজের মাথা ফাটিয়েছে! পার্টি অফিস ফেরত পেতে জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি]

[আরও পড়ুন: পুজোয় তৃণমূলকে টেক্কা দিতে নয়া উপায়! দুর্গাপুজোর পাশাপাশি গণেশ পুজোতেও বিজেপির তারকা সমাবেশ ][আরও পড়ুন: পুজোয় তৃণমূলকে টেক্কা দিতে নয়া উপায়! দুর্গাপুজোর পাশাপাশি গণেশ পুজোতেও বিজেপির তারকা সমাবেশ ]

English summary
BJP announces to gherao SP offices in districts in West Bengal on protest against attack on their leaders.They also calls bandh in Barrackpur parliamentary constituency area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X