For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী পদে বড় চমক, সুরিন্দরের বিদায়ে অন্তর্ভুক্তি নতুনের

গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে গতবার দার্জিলিং থেকে সাংসদ হয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবার আর তাঁকে প্রার্থী করল না বিজেপি। তাঁর বদলে প্রার্থী করা হল রাজু সিং বিস্তকে।

Google Oneindia Bengali News

গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে গতবার দার্জিলিং থেকে সাংসদ হয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবার আর তাঁকে প্রার্থী করল না বিজেপি। তাঁর বদলে প্রার্থী করা হল রাজু সিং বিস্তকে। তাঁকে এবার সমর্থন করল জিএনএলএফ ও বিমল গুরুংপন্থী মোর্চার। রবিবার দিল্লিতে কৈলাশ বিজয়বর্গীয় তাঁর নাম দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

দার্জিলিংয়ে লোকসভার প্রার্থী পদে বড়ও চমক বিজেপির

দার্জিলিংয়ে এবার বিজেপি কাকে প্রার্থী করবে, সেদিকে চোখ ছিল নির্বাচন ঘোষণার পর থেকেই। সুরিন্দর সিং কি টিকিট পাবেন? তা নিয়ে চর্চা তো ছিলই, সেইসঙ্গে উদ্বেগও ছিল উত্তাল দার্জিলিংয়ে সাংসদের দেখা পাওয়া যায়নি। এই অবস্থায় মাটিগাড়ার বাসিন্দা রাজু সিং বিস্তকে প্রার্থী করে বিজেপি এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করল।

প্রথমত, রাজুকে প্রার্থী করে একসঙ্গে জিএনএলএফ ও গুরুংপন্থী মোর্চার সমর্থন আদায় করে নেওয়া সম্ভব হল। অন্যদিকে তৃণমূলকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দেওয়া হল। তৃণমূল মোর্চার সমর্থন আদায় করে পাহাড়ে এবার বিস্তার লাভ করতে চাইছে। এই অবস্থায় বিজেপির প্রার্থী গুরুংপন্থী মোর্চার সমর্থন আদায়ের সঙ্গে সঙ্গে জিএনএলএফেরও সমর্থন আদায় করে নিয়েছেন।

ফলে তৃণমূল চাপে পড়ে গিয়েছে যেমন, তেমনই পাহাড়ের মোর্চা এখন কার দিকে, তারও এক বড় পরীক্ষা এবার। বিনয় তামাং মোর্চার মাথায় বসেছেন বিমল গুরুং-রোশন গিরিদের অনুপস্থিতিতে মোর্চা কি তাঁর সঙ্গেই রয়েছেন, নাকি গুরুংপন্থী মোর্চার ক্ষমতা এখনও বেশি, তার প্রমাণও দেবে এবারের লোকসভা নির্বাচন।

English summary
BJP announces the name of Raju Singh Bist as candidate of Darjeeling. Kailash Vijayvargiya announces his name. GNLF and Morcha of Gurung support him in Lok Sabha Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X