For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ জেলায় নয়া সভাপতির নাম ঘোষণা বিজেপির, ২০২১-এর আগে বড়সড় রদবদল

একদিকে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের ধাক্কা, তারপর সামনেই রাজ্যের পৌরসভা নির্বাচন। তারপর ২০২১-এর বিধানসভা। তাই তার আগেই বিজেপি জেলা নেতৃত্বকে সাজাতে বড়োসড়ো করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

একদিকে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের ধাক্কা, তারপর সামনেই রাজ্যের পৌরসভা নির্বাচন। তারপর ২০২১-এর বিধানসভা। তাই তার আগেই বিজেপি জেলা নেতৃত্বকে সাজাতে বড়োসড়ো করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, ২০২০ র শুরুর দিকেই রাজ্য নেতৃত্বেও হবে বেশ কিছু কিছু রদবদল। তার আগেই জেলা নেতৃত্ব কে সাজিয়ে নিচ্ছে বিজেপি। লোকসভা ভোটে যে জেলাগুলি আশানুরূপ ফল করতে পারেনি, সেই সব জেলায় সংগঠন ঢেলে সাজার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

২৪ জেলায় নয়া সভাপতির নাম ঘোষণা বিজেপির

সে জন্যই ২৪টি জেলায় নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। কুচবিহারে শ্রীমতী মালতি রেবা। আলিপুরদুয়ারে গঙ্গাপ্রসাদ শর্মা। জলপাইগুড়িতে বাপি গোস্বামী। শিলিগুড়িতে অভিজিৎ রায় চৌধুরী। দক্ষিণ দিনাজপুরে বিনয় বর্মন, মালদায় গোবিন্দ চন্দ্র মণ্ডল। মুর্শিদাবাদের সুজিত দাস। বারাসাতে শ্রী শংকর চ্যাটার্জি। বসিরহাটে তারক ঘোষ। দক্ষিণ 24 পরগনায় হরি কৃষ্ণ দত্ত। ডায়মন্ডহারবার ওমেন্স দাস। হাওড়া শহরে সুজিত সাহা। হাওড়া গ্রামীণে শিবসংকর বেজ। তমলুকে নবারুণ নায়েক। কাঁথিতে অনুপ চক্রবর্তী। ঝারগ্রাম এর সুখময় সৎপতি। শ্রীরামপুরের শ্যামল বোস। আরামবাগে বিমান ঘোষ। বাঁকুড়ায় বিবেকানন্দ পাত্র। পুরুলিয়ায় বিদ্যাসাগর চক্রবর্তী। বর্ধমানের সন্দীপ নন্দী। কাটোয়া তে শ্রী কৃষ্ণ ঘোষ। বীরভূমের শ্যামাপদ মন্ডল।

দলীয় সূত্রে খবর, এ ছাড়াও আরও বেশ কয়েকটি জেলা সভাপতি বদল নিয়ে আলোচনা চলছে। বিজেপির রাজ্য নেতৃত্বেও কিছু পরিবর্তন সময়ের অপেক্ষা।

English summary
BJP announces new president in 24 districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X