For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির টার্গেটে উপনির্বাচন, প্রার্থী ঘোষণার আগে গঠন চার কেন্দ্রে হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি

বিজেপির টার্গেটে উপনির্বাচন, প্রার্থী ঘোষণার আগে গঠন চার কেন্দ্রে হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি

  • |
Google Oneindia Bengali News

দলবদলের জেরে বিধানসভায় বিজেপির (BJP) আসন সংখ্যা কমেছে। এরপর তিন কেন্দ্রে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। সামনেই আবার রয়েছে ৪ কেন্দ্রের উপনির্বাচন (by election)। এর মধ্যে দুই কেন্দ্র বিজেপির দখলেই ছিল। সেই দিক থেকে ৩০ অক্টোবরের উপনির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থীদের নাম ঘোষণার আগে চার কেন্দ্রের জন্য চারটি কমিটি (Election Management Team) করে দেওয়া হয়েছে। তালিকায় সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে কোচবিহারের দিনহাটাকে।

খড়দহ

খড়দহ

উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিংকে। ইনচার্জ বিশ্বপ্রিয় রায় চৌধুরী এবং সব্যসাচী দত্ত। সহকারী ইনচার্জ রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন বিধায়ক পবন সিং, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বঙ্কিম ঘোষ, বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিধায়ক অম্বিকা রায়। নির্বাচনী প্রচার কমিটির ইনচার্জ করা হয়েছে প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তকে।

শান্তিপুর

শান্তিপুর

নদিয়ার শান্তিপুরের জন্য পর্যবেক্ষক করা হয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। তিনিই এই কেন্দ্রের বিধায়ক পদ ছেড়েছিলেন। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে অনুপম দত্তকে। ইনচার্জ অভিজিৎ দাস, সহকারী ইনচার্জ ছয়জন। এঁদের মধ্যে রয়েছেন কিষাণ মোর্চার মহাদেব সরকার। এছাড়াও রয়েছেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বিধায়ক মুকুটমনি অধিকারী, বিধায়ক অসীম বিশ্বাস এবং বিধায়ক অসীম সরকার।

দিনহাটা

দিনহাটা

উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে। তিনিই এই কেন্দ্রের বিধায়ক পদ ছেড়েছিলেন। সহকারী পর্যবেক্ষক অপর সাংসদ জয়ন্তকুমার রায়। ইনচার্জ করা হয়েছে দীপেন প্রামাণিককে। সহকারী ইনচার্জ করা হয়েছে ১০ জনকে এঁদের মধ্যে রয়েছেন, শ্যামাচাঁদ ঘোষ, দীপ্তিমান সেনগুপ্ত, বিধায়ক নিখিলরঞ্জন দে, বিধায়ক মালতি রাভা রায়, বিধায়ক মিহির গোস্বামী, বিধায়ক দীপক বর্মন, বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক সুশীল বর্মন, বিধায়ক সুকুমার রায় এবং বিধায়ক বরেনচন্দ্র বর্মন।

গোসাবা

গোসাবা

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে জঙ্গলমহলের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতকে। ইনচার্জ করা হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিংকে। সহকারী ইনচার্জ করা হয়েছে পাঁচজনকে। তাঁদের মধ্যে রয়েছেন বিধায়ক বিমান ঘোষ, রঞ্জন বৈদ্য, বিধায়ক অমরনাথ সখা, বিধায়ক সুশান্ত ঘোষ, বিধায়ক স্বপন মজুমদার।

ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপির এই নির্বাচনী কমিটি তৈরি করে দেওয়ার বিষয়টিকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Before going to announces the candidates name BJP announces election management team for four by elections are going to be hold on 30 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X