বালুরঘাট পুরসভা হল অনাথ আশ্রম, ঘোষণা বিজেপির
বালুরঘাট পৌরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করল বিজেপি। এদিন সকালে বালুরঘাট পুরসভার গেটে অনাথ আশ্রমের ব্যানার টানিয়ে ফিতে কেটে অনাথ আশ্রমের উদ্বোধন করে বালুরঘাট টাউন মন্ডল বিজেপি। দীর্ঘ দেড় বছর ধরে পুরসভার বোর্ড এর মেয়াদ শেষ হওয়ার পরে প্রশাসক নিয়োগের মাধ্যমে চলছে বালুরঘাট পৌরসভা। এই ঘটনায় বিজেপির অভিযোগ চেয়ারম্যান এবং কাউন্সিলর না থাকায় বিভিন্ন পরিষেবা সমস্যার সম্মুখীন হচ্ছে পুর নাগরিকরা।

এদিন ব্যানারে বালুরঘাট পুরসভার পিতা মাতা নেই অর্থাৎ অভিভাবকহীন রয়েছে বলে অনাথ ঘোষণা করা হয় বলে জানান বিজেপির টাউন সভাপতি সুমন বর্মন। এই এলাকার সাধারণ মানুষ দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। প্রশাসক থাকা সত্বেও পুরসভার কাজ কিছুই হচ্ছেনা। পুরসভার এলাকায় সাধারণ মানুষের কাউন্সিলর কাছে গেলে তারা পৌরসভায় পাঠিয়ে দেয়।
বিজেপির মন্ডল সভাপতি বর্মন জানান, তারা বালুরঘাট পুরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করছেন।