For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে হাত! ভোট শুধু হিংসার নয়, সৌজন্যের ছবি বসিরহাটে

সাত দফা ভোটের শেষ দিন। ভোট চলছে বসিরহাটে। এমন সময় দেখা দুই প্রতিপক্ষের। একে অপরকে দেখে এগিয়ে এলেন দুই প্রতিদ্বন্দ্বী। ভোট হিংসার মধ্যেই সৌজন্যের নজির গড়ল বসিরহাট।

Google Oneindia Bengali News

সাত দফা ভোটের শেষ দিন। ভোট চলছে বসিরহাটে। এমন সময় দেখা দুই প্রতিপক্ষের। একে অপরকে দেখে এগিয়ে এলেন দুই প্রতিদ্বন্দ্বী। ভোট হিংসার মধ্যেই সৌজন্যের নজির গড়ল বসিরহাট। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু ও সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত একে অপরের সঙ্গে হাত মেলালেন। একসঙ্গে গণতন্ত্র রক্ষার বার্তা দিলেন।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে হাত! ভোট শুধু হিংসার নয়, সৌজন্যের ছবি বসিরহাটে

ভোটের বাংলায় শুধু হিংসা ঘটেছে। রণক্ষেত্র হয়ে উঠেছে এলাকা। বোমাবাজি, ইটবৃষ্টি আর লাঠিচার্জ ভোট হয়েছে চড়া মেজাজে। কিন্তু সৌজন্য যে ছিল না একেবারেই, তা কিন্তু নয়। তার উদাহরণ এই বসিরহাট। ভোটের ময়দানে তাঁরা প্রতিদ্বন্দ্বী হতে পারেন। কিন্তু সেই লড়াই যে মনুষত্বের নয়, তা দেখিয়ে দিয়েছেন পল্লব সেনগুপ্ত-সায়ন্তন বসুরা।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে হাত! ভোট শুধু হিংসার নয়, সৌজন্যের ছবি বসিরহাটে

সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্তকে দেখামাত্রই সায়ন্তন বসু হাতজোড় কের এগিয়ে আসেন। উভয়েই করমর্দন করেন। শুভেচ্ছা জানান একে অপরকে। আর দুজনেই একসঙ্গে বার্তা দেন, এটা একেবারেই সৌজন্য। আমরা চাই, গণতন্ত্রের উৎসবে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন।
তিনি বলেন, মানুষ ভোট দিতে পারছেন না। ১১ বুথ থেকে তাঁদের এজেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে। সায়ন্তনও বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সেই লড়াইয়ে সবাইকে হাত মিলিয়ে চলতে হবে। আমাদের রাজ্যে গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়েছে।

English summary
BJP and CPM candidates make an example of courtesy politics. Both say for democracy in West Bengal that is out in this vote politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X