For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিও কম যায় না রবীন্দ্র-বিকৃতিতে! রবীন্দ্রভারতী-বিতর্কের আবহে কাঠগড়ায় যে পোস্টার

রোদ্দুর রায়ের গাওয়া বিকৃত রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অপসংস্কৃতির নমুনা কিংবা মালদহের বার্লো গার্লস হাইস্কুলের ছাত্রীদের অসভ্যতা নিয়ে নেট দুনিয়া মাতোয়ারা।

Google Oneindia Bengali News

রোদ্দুর রায়ের গাওয়া বিকৃত রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অপসংস্কৃতির নমুনা কিংবা মালদহের বার্লো গার্লস হাইস্কুলের ছাত্রীদের অসভ্যতা নিয়ে নেট দুনিয়া মাতোয়ারা। কিন্তু বিজেপির একটি পোস্টারও যে রবীন্দ্র লেখনীকে বিকৃত করেছে, তাদের তাহলে কী হবে! তাদেরও শাস্তি পাওয়া উচিত।

যে পোস্টার ঘিরে বিতর্ক

যে পোস্টার ঘিরে বিতর্ক

কবিগুরুর লেখা লাইনটি আমূল বদলে দেওয়া হয়েছে। বিজেপির তরফে পোস্টারে লেখা হয়েছে- চিত্ত যেথা ভয়শূন্য/ উচ্চ যেথা শির/ দুনিয়া সঙ্গে আছে/ নরেন্দ্র মোদীর। বিজেপি এই পোস্টার লাগিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। কবিগুরু লিখেছিলেন- চিত্ত যেথা ভয়শূন্য/ উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত/ গৃহের প্রাচীর। সেই লাইন বদলে গিয়েছে বিজেপির পোস্টারে।

রবীন্দ্রভারতীর ঘটনা সামনে আসার পর

রবীন্দ্রভারতীর ঘটনা সামনে আসার পর

রবীন্দ্রভারতীর ঘটনা সামনে আসার পর বামপন্থী ও বিজেপিবিরোধীদের তরফে এই পোস্টারের ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, অবিলম্বে বাংলার বিজেপি নেতাদের শাস্তি হওয়া দরকার। রবীন্দ্রভারতীর বসন্তোৎসবে তরুণ-তরুণীদের শরীরে অশ্লীল লেখা এবং মালদহে ছাত্রীদের অশ্লীল গানের মতোই বিজেপির পোস্টারে অশ্লীলতা প্রকাশ পেয়েছে।

বাংলার মাটি আঁকড়ে ধরতে চাইছে বিজেপি

বাংলার মাটি আঁকড়ে ধরতে চাইছে বিজেপি

বিজেপি মনীষীদের পাথেয় করে বাংলার মাটি আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু তা করতে গিয়েই বেঁধেছে গোল। ঋত্বিক ঘটকের ছবির একটি অংশ নিজেদের প্রচারে কাজে লাগিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিল গেরুয়া শিবির। এবার বিজেপির বিরুদ্ধে উঠল রবীন্দ্রনাথকে বিকৃত করার অভিযোগ।

ছবিটি এখনকার নাকি আগেকার, তা নিয়ে ধন্দ

ছবিটি এখনকার নাকি আগেকার, তা নিয়ে ধন্দ

তবে এই ছবিটি এখনকার নাকি আগেকার, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কেননা, এই পোস্টারের ছবি দিয়ে ফেসবুকে এক বছরের আগের পোস্টও রয়েছে। একবছর পুরনো ছবিও আছে, সেটাই নতুন করে কেউ পোস্ট করেছেন কিনা সেটা ‘বেঙ্গলি ওয়ানইন্ডিয়া'র তরফে যাচাই করা সম্ভব হয়নি। তবে রবীন্দ্রভারতী-কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় ফের একবার বিজেপির এই পোস্টারকে নিয়ে ঝড় উঠেছে।

English summary
BJP Also accused to distort Rabindranath Tagore’s creation in poster at Kolkata. Netizens criticizes BJP in demand of Punishment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X