For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানির মতোই জেলায় জেলায় ছড়াচ্ছে আম্ফান দুর্নীর্তি নিয়ে আন্দোলন, বেসামাল শাসকদল

কাটমানির মতোই জেলায় জেলায় ছড়ায় আম্ফান দুর্নীর্তি নিয়ে আন্দোলন, বেসামাল শাসকদল

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছড়িয়ে পড়ছে দুর্নীতি বিরোধী আন্দোলন। একেকদিন নতুন নতুন এলাকায় শাসকদলের বিরুদ্ধে স্থানীয়দের গর্জে উঠতে দেখা যাচ্ছে। অভিযোগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। যদিও শাসকের অভিযোগ রাজনৈতিক কারণেই সেই অভিযোগ তোলা হচ্ছে।

দত্তপুকুরে বিজেপির পথ অবরোধ

দত্তপুকুরে বিজেপির পথ অবরোধ

তৃণমূলের বিরুদ্ধে আম্ফানে ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর ল২৪ পরগনার দত্তপুকুরে পথ অবরোধ করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোহ তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্তদের টাতা আত্মসাৎ করেছে। যা নিয়ে নীলগঞ্জে পথ অবরোধ করে বিজেপি। পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের পাল্টা দাবি রাজনৈতিক কারণেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

 হুগলিতে বাদ দেওয়া হয়েছে ১০২ জনের মধ্যে ৯১ জনের নাম

হুগলিতে বাদ দেওয়া হয়েছে ১০২ জনের মধ্যে ৯১ জনের নাম

আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে হুগলির চণ্ডীতলা ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতে ১০২ জনের মধ্যে ৯১ জনকে বাদ দেওয়া হয়েছে। দেখে দিয়েছে সেই ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ জন। বাড়ির ক্ষতি না হলেও তালিকায় নাম থাকায় ক্ষতিপূরণের টাকা পেয়েছেন, পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ সিং-এর স্ত্রী।

মজদুর পরে চাকরি বিদায়ী তৃণমূল কাউন্সিলরের

মজদুর পরে চাকরি বিদায়ী তৃণমূল কাউন্সিলরের

রাজ্যে চাকরির জন্য হাহাকার। লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী। কিন্তু তাঁদের মধ্যে থেকেই বাছাই হওয়ার পর চাকরি পেয়ে গেলেন চুঁচুড়া পুরসভায় বিদায়ী বোর্ডের কাউন্সিলর সৌমিত্র মালাকার। মজদুর পদে চাকরি পেয়েছেন তিনি। আরেক কাউন্সির জয়দেব অধিকারীর ছেলে পিওন পদে চাকরি পেয়েছেন। যা নিয়ে বিরোধীরা সেখানে শোরগোল শুরু করেছে। যদিও তৃণমূল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উড়িয়ে দিয়েছে।

দেশে ফেরা প্রবাসী কর্মীদের ৫৯ শতাংশই কর্মহারা, 'স্বদেশ’ প্রকল্পের মাধ্যমে বিকল্প কাজের খোঁজ কেন্দ্রেদেশে ফেরা প্রবাসী কর্মীদের ৫৯ শতাংশই কর্মহারা, 'স্বদেশ’ প্রকল্পের মাধ্যমে বিকল্প কাজের খোঁজ কেন্দ্রে

English summary
BJP alleges amphan corruption against TMC in different parts of West bengal. Today movement spread at Duttapukur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X