For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত ‘সভাপতি’র! বৈঠকের মাঝেই হাতাহাতি

নদিয়ার বেশ কিছু পঞ্চায়েত আসনে জিতেও বোর্ড গঠন পর্বে গিয়ে হোঁচট খেতে হচ্ছে বিজেপিকে। বিজেপির জয়ী প্রার্থীরা হইহই করে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে।

Google Oneindia Bengali News

নদিয়ার বেশ কিছু পঞ্চায়েত আসনে এবার তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপির জয়জয়কার হয়েছে। কিন্তু বোর্ড গঠন পর্বে গিয়ে সেই হোঁচট খেতে হচ্ছে বিজেপিকে। বিজেপির জয়ী প্রার্থীরা হইহই করে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। আর নির্বাচনে হেরেও ড্যাংডেঙিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করে ফেলছে তৃণমূল। বিজেপি ছেড়ে এই তৃণমূলে যোগদানের হিড়িকে বিজেপি নেতার হাত রয়েছে বলে অভিযোগ।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত ‘সভাপতি’র! বৈঠকের মাঝেই হাতাহাতি

সোমবার বিজেপির বৈঠকেই এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠী এই অভিযোগ তোলে। বৈঠকে উপস্থিত ছিল দু-পক্ষই। অভিযোগ উঠতেই তাই বেধে গেল একেবারে ধুন্ধুমার-কাণ্ড। কাদা ছোঁড়াছুঁড়ি বা বচসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই গোষ্ঠীকোন্দল। একেবারে হাতাহাতিতে পৌঁছে যায় দুই গোষ্ঠী। প্রহৃত হন বিজেপি নেতা নিশীথ বিশ্বাস।

[আরও পড়ুন:৪২ সাংসদের মধ্যে তিনিই সেরা, নবীনের দল হেলায় হারছে প্রবীণের উদ্যমের কাছে][আরও পড়ুন:৪২ সাংসদের মধ্যে তিনিই সেরা, নবীনের দল হেলায় হারছে প্রবীণের উদ্যমের কাছে]

বিজেপির কর্মীদের হাতেই বিজেপি নেতার এই নিগ্রহের ঘটনায় অভিযোগের তির উঠেছে বিজেপিরই মণ্ডল সভাপতি জগন্নাথ সরকারের দিকে। তাঁর মদতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মূলত বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মদতেই পঞ্চায়েতের জয়ী সদস্যরা দল ছাড়ছেন। আর এই দলত্যাগের পিছনে রয়েছে বহু টাকার খেলা।

[আরও পড়ুন:মমতার কাজের প্রশংসায় রাজনাথ, স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনে বিপাকে রাজ্য বিজেপি][আরও পড়ুন:মমতার কাজের প্রশংসায় রাজনাথ, স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনে বিপাকে রাজ্য বিজেপি]

নদিয়ার ফুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের বহু আসনেই জয়লাভ করে বিজেপি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তারা বিজেপির সঙ্গে ছেড়ে বোর্ড গঠনে হাত মিলিয়েছে তৃণমূলের সঙ্গে। এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয় জগন্নাথ সরকারের দিকে। মূলত এই অভিযোগেই রণক্ষেত্র হয়ে ওঠে বিজেপির কর্মশালা। হলের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর সভ্য-সমর্থকরা। ভণ্ডুল হয়ে যায় কর্মসূচি।

[আরও পড়ুন: বিজেপির একগুচ্ছ নালিশের মধ্যেই রাজনাথ মমতার মুখোমুখি, রাজনৈতিক মহলে জল্পনা ][আরও পড়ুন: বিজেপির একগুচ্ছ নালিশের মধ্যেই রাজনাথ মমতার মুখোমুখি, রাজনৈতিক মহলে জল্পনা ]

English summary
BJP alleges against their Mandal President for joining in TMC leaving party. After that allegation workers are involved in group clash,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X