খড়্গপুরের প্রচারে বিজেপির স্লোগান চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির স্লোগানকেই এবার নিজেদের স্লোগানে পরিণত করল তৃণমূল কংগ্রেস। খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসের স্লোগান 'অব কি বার, প্রদীপ সরকার। অর্থাৎ এই বার প্রদীপ সরকার।

২০১৪ সালে লোক সভা ভোটের সময় বিজেপির স্লোগান ছিল অব কি বার, মোদী সরকার। এই বার লোকসভা নির্বাচনের সময় বিজেপির স্লোগান ছিল ফির একবার, মোদী সরকার। এই বার খড়্গপুর বিধানসভা উপনির্বাচনের মুখে বিজেপির সেই স্লোগান চুরি করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই স্লোগান কারও পেটেন্ট নেওয়া নয়।
তৃণমূল কংগ্রেসের নেতারা নির্বাচনী প্রচারে এসে এই কথা ও স্লোগানকেই হাতিয়ার করছে। তারা বলছেন যে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এখানের বিধায়ক হিসেবে কোনও উন্নয়নের কাজ করেননি। তাই উন্নয়নের জন্য দরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারকেই।
এমনকী এই নির্বাচনের প্রচারে খড়্গপুর এসে আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারিও বলেন, এইবার আর কেউ না, খড়গপুরে এবার প্রদীপ সরকার।