For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থী থাকবে শুধুই তৃণমূলের, না হলে...! ভোট পরবর্তী হিংসার অভিযোগের মধ্যেই হুঁশিয়ারি অনুব্রত গড়ের নেতার

বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস শূন্য। তবে পঞ্চায়েতে কোথাও কোথাও তাদের অস্তিত্ব আছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেই অস্তিত্ব কি আদৌ থাকবে, অনুব্রত গড়ের (anubrata mondal) তৃণমূল নেতার (trinamool congress) হুঁশিয়ারিতে

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস শূন্য। তবে পঞ্চায়েতে কোথাও কোথাও তাদের অস্তিত্ব আছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেই অস্তিত্ব কি আদৌ থাকবে, অনুব্রত গড়ের (anubrata mondal) তৃণমূল নেতার (trinamool congress) হুঁশিয়ারিতে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী শূন্য করতে চাওয়া সেই তৃণমূলের সঙ্গে বিজেপিকে ঠেকাতে কি জোট করবেন কংগ্রেস ও কংগ্রেস নেতারা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

তৃণমূল ছাড়া আর কারও মনোনয়ন নয়

তৃণমূল ছাড়া আর কারও মনোনয়ন নয়

লাভপুরের দারকা গ্রামে দলীয় বিধায়ককে সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানেই হুঁশিয়ারি তৃণমূল নেতা আব্দুর মান্নানের। তিনি বলেই দিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দিতে গেলে তিনি আর ফিরবেন না। এই হুঁশিয়ারির পর রাজ্যে ভোটের আগে, ভোটের সময় কিংবা ভোট পরবর্তী হিংসা কতটা হতে পারে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দলবদলকারীদের মধ্যে যেন অন্য সত্তা না থাকে

দলবদলকারীদের মধ্যে যেন অন্য সত্তা না থাকে

সম্বর্ধনা মঞ্চেই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক যোগ দেন তৃণমূল। সেই সময় ওই নেতা বলেন, যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে যেন বিজেপি সত্তা না থাকে। তিনি আরও বলেন, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। হিসেব মতো দেড় বছরের মধ্যে ভোট। সেই ভোটে বুথে বুথে একজন করেই প্রার্থী থাকবে। সব প্রার্থীই হবে তৃণমূলের। আর যদি কেউ মনোনয়ন জমা দিতে যান, তাহলে লাভপুর থেকে তিনি আর ফিরে আসবেন না, হুঁশিয়ারি দেন ওই নেতা।

দলীয় শাসন চালু করতে চায় তৃণমূল

দলীয় শাসন চালু করতে চায় তৃণমূল

এই মন্তব্যের পরে সুর চড়িয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন. তৃণমূল রাজ্যে গণতন্ত্র খর্ব করে দলীয় শাসনব্যবস্থা চালু করতে চায়। গত পঞ্চায়েত ভোটেও এমনই করেছিল তৃণমূল। তবে এর মধ্যে রাজ্যে বিজেপির শক্তি বেড়েছে। এই পরিস্থিতিতে তারা যদি মানুষকে ভয় দেখায়, তবে তার জবাব তারা পাবে, বলেছেন ওই নেতা।

ভোট পরবর্তী হিংসার অভিযোগের মধ্যেই হুমকি নিয়ে প্রশ্ন

ভোট পরবর্তী হিংসার অভিযোগের মধ্যেই হুমকি নিয়ে প্রশ্ন

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে হাইকোর্টে। ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে আদালতে। যদিও সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী দাবি করেছে, ভোটের সময়কার হিংসাকেই ভোট পরবর্তী হিংসা বলে দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার এই মন্তব্যের ভিডিও আদালতে পেশ করার পাশাপাশি নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিম্নচাপের জেরে বর্ষণ মুখরিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসনিম্নচাপের জেরে বর্ষণ মুখরিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Birbhum TMC leader Abdur Mannan said if anyone except TMC gives candidate in Panchayat election, he will not be return.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X