For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে শান্তিস্থাপনে অন্তরায় গুরুংরা, দিল্লিতে দরবার করে জানাবেন বিনয় তামাং

একদিন আগেই জিএনএলএফ পরোক্ষে বার্তা দিয়েছে মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকেও। এবার বিনয়পন্থীরা বিমল গুরুংদের বিরোধিতায় দিল্লি দরবারের ডাক দিলেন।

  • |
Google Oneindia Bengali News

আলোচনা আর আন্দোলন একসঙ্গে চলতে পারে না। তাই আলোচনা যখন শুরু হয়েছে আন্দোলন অবিলম্বে বন্ধ করা উচিত। একদিন আগেই জিএনএলএফ এই দাবিতে সরব হয়েছে মোর্চার গুরুংপন্থীদের বিরুদ্ধে। পরোক্ষে বার্তা দিয়েছে মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকেও। এবার বিনয়পন্থীরা বিমল গুরুংদের বিরোধিতায় দিল্লি দরবারের ডাক দিলেন।

রবিবার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাংপন্থী নেতা অনীত থাপা জানিয়েছেন, সোমবার থেকেই তাঁরা চা-বাগান খোলার দাবিতে আন্দোলনে নামবেন। চা বাগান খোলার ডাক দিয়ে গেট মিটিং করবেন বিনয় তামাং-রা। এদিন পাহাড়ে সভা করে অনীত থাপা পাহাড়ে শান্তি ফেরানোর আহ্বান জানান।

গুরুং বিরোধিতায় এবার দিল্লিতে দরবার বিনয় তামাংদের

সেইসঙ্গে তিনি জানান, এবার দিল্লিতে দরবার করতে যাবেন বিনয় তামাং স্বয়ং। তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করবেন। আবেদন জানাবেন, অবিলম্বে পাহাড় সমস্যার সমাধান করতে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পাহাড় নিয়ে সর্বদল বৈঠক করে বনধ তুলে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন।

এবার কেন্দ্রের তরফ থেকেই একই উদ্যোগ নেওয়া দরকার বলে আর্জি বিনয় তামাং-অনীত থাপাদের। পাহাড়ের বর্তমান পরিস্থিতিও তাঁরা জানাবেন। এখন যে ধীরে ধীরে পাহাড় স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, দোকান-বাজার, স্কুল-কলেজ, অফিস-আদালত খুলছে তা জানাবেন মোর্চার বিদ্রোহী নেতারা। বর্তমানে গুরুংপন্থীরাই যে পাহাড়ে শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সেই বার্তাও দেবেন বিনয় তামাংরা।

English summary
Binoy Tamang will appeal to Rajnath Singh against Bimal Gurung.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X