For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘পিছন থেকে ছুরি মেরেছেন দিলীপ!’ বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক বিনয় তামাং

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাহাড় সফর চলাকালীনই বিস্ফোরক অভিযোগ করলেন পাহাড় বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং।

  • |
Google Oneindia Bengali News

'পাহাড়ের আন্দোলনকে পিছন থেকে ছুরি মেরেছে বিজেপি!' বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাহাড় সফর চলাকালীনই বিস্ফোরক অভিযোগ করলেন পাহাড় বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। সরাসরি দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিনয় তামাং বলেন, 'পাহাড়ের আন্দোলনকে শেষ করে দিয়েছে বিজেপি। পিছন থেকে ছুরি মেরেছেন দিলীপ ঘোষের মতো নেতারা।'

বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক বিনয় তামাং

তিনি এদিন ফের প্রশ্ন তোলেন, 'কেন সমস্ত ঝামেলা মিটে যেতে তিনি পাহাড়ে এসেছেন? কেন পাহাড়ের বনধ চলাকালীন একটিবারও দেখা গেল না বিজেপি নেতাদের। দার্জিলিংয়ের সাংসদকে তো পাহাড়ে একটিবারের জন্যও দেখা গেল না। পাহাড়ে মানুষ আন্দোলন চালাচ্ছিল, সেই আন্দোলন সফল করতে সাহায্যের হাত বাড়ায়নি বিজেপি। অথচ এই বিজেপিকেই দু-দুটি নির্বাচনে সমর্থন দিয়েছে মোর্চা।'

বিনয় তামাংয়ের শ্লেষের মুখে পড়ে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষও। তিনি বলেন, 'উনি তো পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যারা চালাকি করে নিজেদের আখের গোছান, তাঁরা নেতা হবেন কী করে। তিনি বিক্রি হয়ে গিয়েছেন রাজ্যের কাছে। পাহাড়ের মানুষের কাছে আবেদন জানাবো এমন বিক্রি হয়ে যাওয়া নেতার সঙ্গে চলবেন না।'

এদিন কালিম্পংয়ে পা দেওয়ার পরই বিজেপি সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখায় জন আন্দোলন পার্টি। জাপ নেতা হরকা বাহাদুর ছেত্রীর নেতৃত্বে এই বিক্ষোভ অভিযান চলে। জাপ কর্মীদের অভিযোগ, 'বিজেপি পাহাড় নিয়ে তাঁদের কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখন পাহাড় শান্ত হতে নতুন করে অশান্তি ছড়াতে এসেছে।' এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামে গো ব্যাক ধ্বনি তোলে জাপ। সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পদত্যাগও দাবি করা হয়।

English summary
Binoy Tamang is aggressive against BJP president Dilip Ghosh on hill movement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X