For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা যুদ্ধে সূচাগ্র জমিও ছাড়বেন না পাহাড়ে, গুরুংকে চ্যালেঞ্জ ‘কৌশলী’ বিনয়ের

মঙ্গলবার কার্শিয়াংয়ে বিনয়পন্থী মোর্চা কর্মী-সমর্থকরা বনধ বিরোধী মিছিলে পা মেলান। ওই মিছিলে নেতৃত্ব দেন বিনয়-সহযোগী অনীত থাপা। এবার ময়দানে নামছেন বিনয় তামাং।

  • |
Google Oneindia Bengali News

বিনা যুদ্ধে সূচাগ্র জমিও ছাড়বেন না মোর্চার বহিষ্কৃত নেতা বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিদ্রোহী নেতা। তিনি এদিন শক্তি প্রদর্শন করতে নামছেন পাহাড়ের রাস্তায়। দার্জিলিংয়ের ম্যাল থেকে চকবাজার পর্যন্ত মোমবাতি মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। সেইসঙ্গে পাহাড়বাসীকে বনধ তোলার বার্তাও দেবেন এই মিছিল থেকে।

বিনা যুদ্ধে সূচাগ্র জমিও ছাড়বেন না পাহাড়ে, গুরুংকে চ্যালেঞ্জ ‘কৌশলী’ বিনয়ের

এর আগে মঙ্গলবার কার্শিয়াংয়ে বিনয়পন্থী মোর্চা কর্মী-সমর্থকরা বনধ বিরোধী মিছিলে পা মেলান। ওই মিছিলে নেতৃত্ব দেন বিনয়-সহযোগী অনীত থাপা। তিনি বলেন, পাহাড়ের মানুষ লাগাতার বনধে বিরক্ত। তাই আমরা আহ্বান জানিয়েছি বনধের অন্ধকার থেকে বেরিয়ে মুক্তির আলোয় আসতে। অন্তত ১২ সেপ্টেম্বর পর্যন্ত বনধ স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হল বিনয়পন্থীদের তরফে।

এদিনও বিনয় তামাংদের পাল্টা মিছিল করে বিমল গুরুং-পন্থী মোর্চা সমর্থকরা। তাঁরা বিমল গুরুংয়ের নামে জয়ধ্বনি তোলে। গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে বনধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা। পুলিশ এলাকার শান্তি বজায় রাখতে সমস্ত ব্যবস্থা নিয়েছে। এদিন আবার বিনয় তামাং উপস্থিত থেকে বিমল গুরুংকে বার্তা দেবেন। সামনে থেকে পাহাড়ের মানুষকে নেতৃত্ব দেবেন তিনি।

এদিন মিছিলের পর শুক্রবার ফের দার্জিলিংয়ে সভা করবেন বিনয় তামাং-অনীত থাপারা। এই সভা থেকেই বিমল গুরুংয়ের দুর্নীতির মুখোশ খুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর চ্যালেঞ্জ রাখতে তিনি কতটা সফল হবেন, তা স্পষ্ট হয়ে যাবে এদিনই পাহাড়ের মিছিলে। আর এই লড়াইয়ে বিনয়ের বড় ভরসা মমতার প্রশাসন।

English summary
Binay Tamang challenges to Bimal Gurung to conduct a rally at Darjeeling.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X