For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ পাহাড়ে জমানত জব্দ হবে বিজেপি-র, তিনি নিজে যাবেন কোন দিকে, আর কী বললেন বিনয় তামাং

দার্জিলিং-এ নয় কলকাতায় বলে গুরুং এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং। তাঁর দাবি, ২০১৯-এ পাহাড়ে জমানত জব্দ হবে বিজেপি প্রার্থীর।

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিং-এ নয় কলকাতায় বলে গুরুং এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং। তাঁর দাবি, ২০১৯-এ পাহাড়ে জমানত জব্দ হবে বিজেপি প্রার্থীর। একইসঙ্গে তাঁর দাবি পাহাড়ে কোনও গ্রহণযোগ্যতা নেই বিমল গুরুং-এর।

২০১৯-এ পাহাড়ে জমানত জব্দ হবে বিজেপি-র, দাবি বিনয়-এর

সুবাস ঘিসিং, বিমল গুরুং-এর সময় শেষ। এখন সময় বিনয় তামাং-এর। পাহাড়ের 'নেতা' এখন তিনিই। শনিবার কলকাতায় করা সাংবাদিক সম্মেলনে এমনটাই বুঝিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। তিনি বলেন পাহাড়ে বিমল গুরুং-এর কোনও গ্রহণযোগ্যতে নেই। গ্রহণযোগ্যতা থাকলে তিনি পাহাড় থেকে পালাতেন না, বলেও মন্তব্য করেছেন বিনয় তামাং। একইসঙ্গে বিজেপিকেও চ্যালেঞ্জ করেন বিনয় তামাং। তিনি বলেন, ২০১৯-এর নির্বাচনে জিতে দেখাক বিজেপি।

দীর্ঘদিন পরে শুক্রবারে দার্জিলিং-এ পা রাখেন সাংসদ সুরিন্দার সিং আলুওয়ালিয়া। নিজের নির্বাচনী ক্ষেত্রে পা রেখেই সরাসরি বিমল গুরুং-এর পাশে দাঁড়ান। বিনয় তামাংকে চ্যালেঞ্জ ছুঁড়ে আলুওয়ালিয়া জানান, পাহাড়ের নেতা বিমল গুরুং। আলুওয়ালিয়া আরও বলেন, গুরুং-এর পিছনে তিনি ছাড়াও রয়েছে বিজেপি। বিমল গুরুংকে এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন দার্জিলিং-এর সাংসদ সুরিন্দার সিং আলুওয়ালিয়া।

পাহাড়ের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পর এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। স্পষ্ট করলেন বিজেপি সাংসদ।

এরপরেই শনিবার সকালে কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং। লোকসভা নির্বাচনে তিনি যে বিজেপির দিকে ঝুঁকে নেই, এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল বিনয় তামাং-এর এই বক্তব্যতেই।

English summary
Binay Tamang challenged BJP as well as Bimal Gurung
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X