For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিনাথ দের পর 'ভাষাবিদ' মুখ্যমন্ত্রী! চাড্ডা, মাড্ডা, ফাড্ডা ছন্দ জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক, বললেন বিমান বসু

বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (jp nadda) যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) আক্রমণ করেছেন তার সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman basu)। সংবাদ মাধ্যমক

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (jp nadda) যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) আক্রমণ করেছেন তার সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman basu)। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, চাড্ডা মাড্ডা, ফাড্ডা, এই ছন্দ করে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তার পরিণাম খারাপ হবে। বিষয়টি জাতীয় সংহতির পক্ষেও বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।

গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর আক্রমণ

গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর আক্রমণ

১০ ডিসেম্বর কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে হওয়া তৃণমূলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনও দিন চিফ মিনিস্টার চলে আসেছ, হোম মিনিস্টার চলে আসছে, কোনও দিন আরও একটা মিনিস্টার আসছে। কটাক্ষ করে তিনি বলেন, লোকের কাজ তো করেন না। এরপরেই তিনি বলেন, কোনও দিন চাড্ডা, নাড্ডা, গাড্ডা, ফাড্ডা, ভাড্ডা সব চলে আসছে এক এক করে। তিনি বলেন, ওরা একা অনুষ্ঠান করবে আর কেউ করবে না। বিজেপির অনুষ্ঠানে লোক কম যাওয়ারও দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন সেসবকে ঢাকতে নাটক করছে বিজেপি। যাতে জাতীয় খবরে দেখানো যায়, বিজেপির ওপরে হামলা হয়েছে।

বিমান বসুর সমালোচনা

বিমান বসুর সমালোচনা

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে নিশানা করে উত্তেজিতভাবে যখন চাড্ডা, গাড্ডা, ফাড্ডা, ভাড্ডা বলেন, সেখানে তাঁর মন্তব্য করা উচিত নয়। তিনি বলেন, চাড্ডার অর্থ পাঞ্জাবি। পাঞ্জাবি ছাড়া চাড্ডা হয় না। তিনি আরও বলেন যে ভাবে ছন্দ মিলিয়ে বলা হয়েছে, তাতে পরিণাম খারাপ হবে। বিষয়টি জাতীয় সংহতির পক্ষেও খুব বিপজ্জনক।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে নিশানা করতে গিয়ে বিমান বসু বলেন, যেমন মুখ্যমন্ত্রী, তেমনই বক্তব্য। কটাক্ষ করে বলেন, তিনি (বিমান বসু) শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একজন ভাষাবিদ। তিনি মুখ্যমন্ত্রী গরমেন্ট কথাও তুলে ধরে বলেন, আজ পর্যন্ত এই কথার সংশোধন করলেন না। সবসমই বলে আসছেন গরমেন্ট। তাঁর প্রশ্ন এই পরিস্থিতিতে গভর্নেস কোথা থেকে আসবে। ইংরেজি কীভাবে বলতে হয়, তিনি (মমতা) জানেন না। বিমান বসু বলেন, হরিনাথ দে বিখ্যাত ভাষাবিদ। তারপর ভাষাবিদ হলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মতো কথা বলছেন না মমতা

মুখ্যমন্ত্রীর মতো কথা বলছেন না মমতা

বিমান বসু আরও বলেন, মুখ্যমন্ত্রীর মতো কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রেক্ষিতেই রাজ্যপাল কথাগুলো বলতে পারছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে শপথ নিয়েছিলেন, তা মেনে চলা উচিত। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন, তিনি (মমতা) আগুন নিয়ে খেলছেন।

English summary
Biman Bose criticises Mamata Banerjee's laguage to attack BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X