For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিগারেট প্যাকেটে চাকরি হতো', মমতাকে জবাব দিতে গিয়ে কেন এমন মন্তব্য বিমানের

'সিগারেট প্যাকেটে চাকরি হতো', মমতাকে জবাব দিতে গিয়ে কেন এমন মন্তব্য বিমানের

  • |
Google Oneindia Bengali News

বাম আমলে কখনও চিরকুটে চাকরি হয়নি! মমতাকে কড়া বার্তা বিমান বসুর। দুর্নীতিমুক্ত শিক্ষা এবং দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে আজ শুক্রবার এই সমাবেশের ডাক দেয় ছাত্র সংগঠন এসএফআই। শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও, এই স্লোগানকে মাথায় রেখেই কলেজস্ট্রিটে বিশাল এই সমাবেশ হয়। আর সেখানেই বক্তব্য রাখেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। আর সেই মঞ্চ থেকেই মমতার চিরকুটের মন্তব্যের জবাব দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, কখনই চিরকুটে চাকরি হয়নি বামেদের সময়ে। আর তা চ্যালেঞ্জ রইল বলেও দাবি ফ্রন্ট চেয়ারম্যান।

চাঁচাছোলা ভাষায় আক্রমণ

চাঁচাছোলা ভাষায় আক্রমণ

এসএফআইয়ের এই সমাবেশে এদিন প্রায় কয়েক হাজার ছাত্র যুব যোগ দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মিছিল জোড়ো হয় কলেজস্ট্রিটে। আর সেই সমাবেশ থেকেই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতেও চলে বিক্ষোভ। আর সেখানেই যোগ দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একেবারে একের পর এক দুর্নীতিকে সামনে রেখে আক্রমণ তাঁর।

 চিরকুট দিয়ে কখনই চাকরি হয়নি

চিরকুট দিয়ে কখনই চাকরি হয়নি

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েকদিনে একাধিকবার গত বাম সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নাম তুলে ফাইল খোলার হুমকি দিয়েছেন তিনি। এমনকি বাম সরকার দেশলাই বাক্সের নীচে নাম লিখে চাকরি দিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ প্রত্যেকটি ইস্যুকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন বিমান বসু। তাঁর দাবি, বাম আমলে বাম চিরকুট দিয়ে কখনই চাকরি হয়নি। তবে সিগারেট প্যাকেটে চাকরি হতো। কিন্তু তা হতো সিদ্ধার্থ রায় আমলে বলে দাবি ফ্রন্ট চেয়ারম্যানের। উনি ইতিহাস-ভুগোল না জেনেই কথা বলছেন বলেও অভিযোগ তাঁর। তবে দিনের পর দিন যেভাবে চাকরিপ্রার্থীরা রাস্তায় পড়ে রয়েছে তা বাম আমলে হয়নি বলেই দাবি বিমান বসুর।

সুকন্যার নাম তুলেও আক্রমণ।

সুকন্যার নাম তুলেও আক্রমণ।

পাশাপাশি এত টাকার পাহাড় তাঁর দীর্ঘ বয়সে আগে কখনও দেখেননি বলে দাবি বাম নেতার। বলেন, তৃণমূলের সবাই চোর বলা হচ্ছে। কিন্তু আমার মতে তা নয় বলে দাবি ফ্রন্ট চেয়ারম্যানের। তাঁর মতে, নেতাদের সঙ্গে যারা থাকেন তাদের দিয়েই সব কাজ করছে বলে অভিযোগ। পাশাপাশি সুকন্যার নাম তুলেও আক্রমণ। বলেন, এখন থেকে আর কেউ কারোর মেয়ের নাম সুকন্যা রাখবে না। বাবার জন্যে কু কন্যা তৈরি হয়েছে বলেও আক্রমণ। বিমান বসু বলেন, শোনা যাচ্ছে উনি টেট না দিয়েই স্কুলে চাকরি করছেন। এমনকি স্কুলে না গিয়েও বেতন ঢুকে যাচ্ছে! কিন্তু এগুলি দুর্নীতি নয়? প্রশ্ন বিমানের। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলছেন অনুব্রত কি করেছে ওকে গ্রেফতার করা হচ্ছে। এই প্রসঙ্গ তুলে ফ্রন্ট চেয়ারম্যান বলেন, অনুব্রত কি করেছে তা টিভিতে দেখা যাচ্ছে। কিন্ত্য উনি দেখতে পাচ্ছে না না বলে তোপ।

অভিষেকের সুপ্রিম-স্বস্তি, সোমবার পর্যন্ত কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না ইডি-সিবিআইঅভিষেকের সুপ্রিম-স্বস্তি, সোমবার পর্যন্ত কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না ইডি-সিবিআই

English summary
Biman Bose claims job was given for cigarette packet in Congress era
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X