For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান

কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী না দিয়ে বামফ্রন্টের তরফে বুঝিয়ে দেওয়া হল, তাঁরা কোনওভাবেই জোট ভাঙার দায় নেবে না।

Google Oneindia Bengali News

কংগ্রেসের জন্য ১৭ আসন ছেড়ে রেখে আগেভাগে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। তার জেরেই মনক্ষুণ্ণ কংগ্রেস একলা লড়ার বার্তা দিয়েছিল। তারপরই বাকি ১৭ আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল সিপিএম। তবে কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী না দিয়ে বামফ্রন্টের তরফে বুঝিয়ে দেওয়া হল, তাঁরা কোনওভাবেই জোট ভাঙার দায় নেবে না।

এখনও সৌজন্য কংগ্রেসকে

এখনও সৌজন্য কংগ্রেসকে

দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বিমান বসু বলেন, আমরা এখনও সৌজন্য বজায় রেখে কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দিইনি। এখনও ফাঁকা রেখেছি। তার মানে এই নয় যে ভবিষ্যতে দেব না। কংগ্রেস কিন্তু আমাদের জেতা দুটি আসনে প্রার্থী দিয়েছে। সোমবার রাতে কংগ্রেসের ঘোষিত ১১ জনের তালিকায় রায়গঞ্জ ও মুর্শিদাবাদের প্রার্থীর নামও রয়েছে।

অবস্থান ভেবে দেখুক কংগ্রেস

অবস্থান ভেবে দেখুক কংগ্রেস

বিমান বসু বলেন, আমাদের অবস্থানকে কংগ্রেস ভেবে দেখুক। সেই বার্তাই দেওয়া হয়েছে চারটি আসনে প্রার্থী না দিয়ে। কংগ্রেস যদি এরপরও আমাদের অবস্থানকে বোঝার না চেষ্টা করে, তখন আমাদেরও অন্য ভাবনা ভাবতে হবে। তিনি আরও বলেন, আমরা চেয়েছি বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় রাখতে। সে জন্যই ৪২ আসনে একেবারে প্রার্থী তালিকা ঘোষণা না করে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাস করলাম।

দু-ধাপে ৩৮ আসনে প্রার্থী

দু-ধাপে ৩৮ আসনে প্রার্থী

উল্লেখ্য, প্রথম দফায় ২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এরপর বামফ্রন্ট দ্বিতীয় তালিকাও প্রকাশ করে দিল। ফলে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তেই গেল। বামফ্রন্টের তরফে বিমান বসু জানিয়েছেন, তাঁরা ১৩ আসনে প্রার্থী দিচ্ছেন। কংগ্রেসের জেতা চার আসনে তাঁরা এখনও প্রার্থী দিচ্ছেন না।

অপমান বোধেই কংগ্রেসের একলা চলার বার্তা

অপমান বোধেই কংগ্রেসের একলা চলার বার্তা

উল্লেখ্য, আগেই ২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল বামফ্রন্ট। কংগ্রেসের জন্য ১৭টি আসন ছেড়ে রেখেছিল। কিন্তু কোন আসনে কোন দল প্রার্থী দেবে, তা নিয়ে আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে দেওয়া ভালোভাবে নেয়নি কংগ্রেস। তাই কংগ্রেস অপমানিত বোধ করে একলা চলার সিদ্ধান্ত নেয় বলে জানান সোমেন মিত্র।

দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা

দ্বিতীয় প্রার্থী তালিকায় স্থান পেলেন- ১)কলকাতা উত্তর - কনীনিকা ঘোষ, ২) বাঁকুড়া- অমিয় পাত্র, ৩) শ্রীরামপুর- তীর্থঙ্কর রায়, ৪) মথুরাপুর - শরৎ হালদার, ৫) ঝাড়গ্রাম- দেবলীনা হেমব্রম, ৬) কৃষ্ণনগর- শান্তনু ঝা, ৭) দার্জিলিং -সমন পাঠক, ৮) হাওড়া- সুমিত অধিকারী, ৯) বারাকপুর - গার্গী চট্টোপাধ্যায়, ১০) বোলপুর- রামচন্দ্র ডোম, ১১) তমলুক- শেখ ইব্রাহিম, ১২) আসানসোল- গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ১১) কাঁথি- পরিতোষ পট্টনায়ক

English summary
Biman Basu gives message to congress not to give candidate in four winning seats. Left front announce more 13 candidates in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X