গুরুংয়ের সভা ঘিরে সাজো সাজো রব, পাহাড়ে আগুন জ্বালানোর হুঁশিয়ারিতে সতর্ক প্রশাসন
সাড়ে তিন বছর পর পাহাড়ে সভা করতে চলেছেন বিমল গুরুং। দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে তাঁর সভা ঘিরে উত্তপ্ত পাহাড়। আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা গুরুংয়ের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গুরুং যদি সভা করেন পাহাড়ে ফের আগুন জ্বলবে। এরই মধ্যে পাহাড়ে সভার তোড়জোড় শুরু করেছেন গুরুং।


পাহাড়ের রাজনীতি ফের অন্যখাতে বইতে শুরু করেছে
গুরুং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের বার্তা দিয়ে পাহাড়ে ফিরেছেন। তাঁর এই সমর্থন বার্তায় পাহাড়ের রাজনীতি ফের অন্যখাতে বইতে শুরু করেছে। উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে পাহাড়ে না থেকেও বিজেপিকে সমর্থনের বার্তা দিয়েছিলেন গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীরা ছিলেন তৃণমূলের পক্ষে।

সাড়ে তিন বছর পর আত্মপ্রকাশেই গুরুংয়ের সভা পাহাড়ে
বিমল গুরুং সাড়ে তিন বছর পর আত্মপ্রকাশ করে জানিয়ে দিয়েছেন- বিজেপি কোনও কথা রাখেনি। তাই তাঁরা তৃণমূলকেই ক্ষমতায় চান। আসন্ন ২০২১-এর বিধানসভা নির্বাচনে তাঁরা তৃণমূলকেই সমর্থন করবে। তৃণমূলও চাইছে বিনয় তামাং-অনীত থাপার সঙ্গে বিমল গুরুং-রোশন গিরির দূরত্ব মিটিয়ে ফেলতে।

পাহাড়ে ফের আগুন জ্বলবে, হুঁশিয়ারি আদিবাসী পরিষদের
ডুয়ার্সে গুরুং ঘোষণা করেন সোনম লামা বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন। তিনি তৃণমূল শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ বলেও দাবি মোর্চা নেতা গুরুংয়ের। তার ফলে ক্ষুব্ধ আদিবাসী বিকাশ পরিষদ। নাগরাকাটায় পাল্টা সভা করে আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা সুর চড়াবন বিমল গুরুংয়ের বিরুদ্ধে। পাহাড়ে ফের আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন।

পাহাড়ে বিমল গুরুংয়ের সভা, আইনশৃঙ্খলায় সতর্ক প্রশাসন
শনিবার পাহাড়ে বিমল গুরুং বৈঠক করেন। রবিবার শালবাড়ি থেকে পাহাড়ে উছবেন বিমল গুরুং। দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে হবে সভা। সভার প্রস্তুতি সারা হয়ে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, সেদিকে খেয়াল রেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। যদিও বিনয় তামাংও ভালো চোখে নি্চ্ছেন না পাহাড়ে গুরুংয়ের উপস্থিতি।
অনুব্রত-গড়ে এখনই হানা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী, অমিত শাহ নিলেন মাস্টারপ্ল্যান