For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতারিতে স্থগিতাদেশের পরই ‘হুঙ্কার’ গুরুংয়ের, ফের গোর্খ্যাল্যান্ড দাবি! কী কৌশল মমতার

মোর্চা থেকে বহিষ্কারের পরের দিনই তিনি ভিডিও বার্তা জানিয়ে দিলেন, তিনি বহিষ্কারের সিদ্ধান্ত মানেন না। তিনি এবার গোর্খাল্যান্ডের দাবিতে শীর্ষ আদালতে যাবেন।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের রায়ে অক্সিজেন পেয়ে ফের হুঙ্কার ছাড়লেন বিমল গুরুং। মোর্চা থেকে বহিষ্কারের পরের দিনই তিনি ভিডিও বার্তা জানিয়ে দিলেন, তিনি বহিষ্কারের সিদ্ধান্ত মানেন না। তিনি এবার গোর্খাল্যান্ডের দাবিতে শীর্ষ আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দেন। তাঁর বিশ্বাস, শীর্ষ আদালত তাঁকে নিরাশ করবে না।

গ্রেফতারিতে স্থগিতাদেশের পরই ‘হুঙ্কার’ গুরুংয়ের, ফের গোর্খ্যাল্যান্ড দাবি! কী কৌশল মমতার

[আরও পড়ুন:কলকাতায় আল কায়েদা! চিৎপুর স্টেশনে এসটিএফের জালে ৩ খতরনাক জঙ্গি][আরও পড়ুন:কলকাতায় আল কায়েদা! চিৎপুর স্টেশনে এসটিএফের জালে ৩ খতরনাক জঙ্গি]

সোমবার সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারির পর মঙ্গলবারই গুরুংয়ের হুঙ্কার পাহাড় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে গুরুংকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিনয় তামাং। তিনি বলেন, 'সাহস থাকলে বাগডোগরা বিমানবন্দর দিয়ে দিল্লি যান গুরুং।'

মঙ্গলবারই পাহাড় নিয়ে শিলিগুড়িতে সর্বদল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পর্যটনের মরশুমে পাহাড়কে কীভাবে শান্তিপূর্ণ রাখা যায় সে ব্যাপারেই বিশেষ গুরুত্ব দিলেন। সেইসঙ্গে জানালেন সবাইকে নিয়ে চলতে হবে। পাহাড়ের দায়িত্ব তিনি ন্যস্ত করলেন বিনয় তামাংয়েরই উপর।

এরই মধ্যে ভিডিও বার্তায় হুঙ্কার ছাড়লেন গুরুং। তিনি দ্ব্যর্থহীনভাষায় অডিও বার্তায় জানান, 'এখন ধৈর্য ধরে কাজ করতে হবে। রাজ্যের কাছে থেকে ন্যায় পাওয়া সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম পাহাড়ের হিংসা নিয়ে এনআইএ তদন্ত করা হোক। সুপ্রিম কোর্ট তাঁর আবেদন মেনে নেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান।'

এবার তিনি গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান । তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারির পরই ফের স্বমহিমায় ফিরলেন বিমল গুরুং। তিনি সুপ্রিম কোর্টের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও দরবার করবেন বলে জানান। যে সমস্ত মোর্চা নেতৃত্ব জেলে রয়েছেন, এবং পালিয়ে রয়েছেন তাঁদের জন্যও আবেদন করতে চলেছেন তিনি।

[আরও পড়ুন:শুভ্রাংশুতে আস্থা নেই তৃণমূলের! নিজের 'ভবিষ্যৎ' নিজেই স্থির করলেন মুকুল-পুত্র][আরও পড়ুন:শুভ্রাংশুতে আস্থা নেই তৃণমূলের! নিজের 'ভবিষ্যৎ' নিজেই স্থির করলেন মুকুল-পুত্র]

এ প্রসঙ্গেই বিনয় তামাং প্রশ্ন তোলেন, 'এত টাকা বিমল গুরুং পাচ্ছেন কোথায়? কী করে তিনি দিল্লিতে মামলা চালাচ্ছেন? এদিন বিমল গুরুংয়ের প্রকাশ্যে আসার বার্তা প্রসঙ্গেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিনয় তামাং জানান, সাহস থাকলে বাগডোগরা দিয়ে দিল্লি যান গুরুং।'

English summary
Bimal Gurung warns over video message after the suspension of his arrest warrant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X