মোর্চা তুমি কার! দার্জিলিং নির্বাচনের মুখে জোর সওয়াল, আদালতের ‘অভিনব’ নির্দেশ
একটা ভোট মিটেছে, সামনে আবার একটা ভোট পাহাড়ে। লোকসভা নির্বাচনের শেষ দফায় বিধানসভার উপনির্বাচন শৈল শহরে। সেই ভোটের আগে বিতর্ক মোর্চার প্রতীক নিয়ে। গোর্খা জনমুক্তি কার, তা নিয়ে বিবাদ গড়াল আদালত পর্যন্ত। আদালতের নির্দেশ উপনির্বাচনে বিনয় তামাং বা বিমল গুরুং- কেউই মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবেন না।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নির্দেশ দিয়েচে, গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কেউই। নির্দল হিসাবে প্রার্থী হতে পারবেন তাঁরা। তাঁদের ব্যবহার করতে হবে নির্বাচন কমিশন দেওয়া প্রতীক। তবে নির্বাচনী প্রচারে তাঁরা মোর্চার কোন গোষ্ঠী সে কথা উল্লেখ করতে পারবে।
দার্জিলিং উপনির্বাচনে তৃণমূলের সমর্থনে মোর্চার প্রার্থী হন বিনয় তামাং। তারপরই মোর্চার দাবিদার কোন গোষ্ঠী, তা ঠিক করতে আদালতের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। সেই মামলাতেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার রায় দিল আদালত।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দার্জিলিং বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ করা হবে লোকসভা শেষ দফা ভোটের দিন অর্থাৎ ১৯মে। ফল ঘোষণা হবে একইদিনে অর্থাৎ ২৩ মে। ওইদিন দার্জিলিং ছাড়াও ৫ আসনে উপনির্বাচন হওয়ার কথা।
[আরও পড়ুন: এই প্রথমবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের চেয়ে বিজেপি বেশি প্রার্থী দিয়েছে ]
দার্জিলিংয়ের বিধায়ক ছিলেন অমর সিং রাই। তাঁকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ফলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হল। সেই খালি আসনেই উপনির্বাচন হবে ১৯ মে। সেখানে প্রার্থী হচ্ছেন বিনয় তামাং। প্রার্থী দেওয়ার কথা বিমল গুরুংপন্থী মোর্চা-সহ অন্যান্য দলেরও।