For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে মুকুলের আইনজীবী বিকাশ! চক্রান্তের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে নাম জড়িয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। যার ফলে বিধায়ক সত্য়জিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুলের নামে এফআইআরো দায়ের করা হয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে নাম জড়িয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। যার ফলে বিধায়ক সত্য়জিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুলের নামে এফআইআরো দায়ের করা হয়েছে। মঙ্গলবার এর জন্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন মুকুল রায়। শুধু কলকাতা হাইকোর্টের উপর নাকি ভরসা রাখতে পারছেন না মুকুল রায়। ইতিমধ্যে তাঁর নামে এফআইআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথাও নাকি বলেছেন মুকুল রায়। এই পরিস্থিতি মঙ্গলবার সন্ধ্য়ায় বেশকিছু টেলিভিশন নিউজ চ্যানেলে বলা হয় আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করছেন মুকুল রায় এবং তাঁর আইনজীবী হচ্ছেন বিকাশ ভট্টাচার্য।

সুপ্রিম কোর্টে মুকুলের আইনজীবী বিকাশ! চক্রান্তের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা

ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য-র সঙ্গে এই খবরের সত্যতা যাচাই-এ ফোন করা হয়। কিন্তু, তিনি সাফ জানিয়ে দেন এমন কোনও খবর তাঁর কাছে নেই। আর তিনি মুকুল রায়ের আইনজীবী হিসাবে কোথাও কোনও সওয়াল-জবাব করছেন না। মুকুল রায়ের আইনজীবী হিসাবে তাঁর নাম যুক্ত করে যেমন একটা মিথ্যা খবর-এ হাওয়া চড়ানো হয়েছে, তেমনি এই খবরকে ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের বেশকিছু নেতা-কর্মী নানা কটাক্ষ করেছেন তাতেও ক্ষুব্ধ বিকাশ ভট্টাচার্য।

সুপ্রিম কোর্টে মুকুলের আইনজীবী বিকাশ! চক্রান্তের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা

যে সব টেলিভিশন নিউজ চ্যানেলে বলা হয় মুকুল রায়ের আইনজীবী হিসাবে বিকাশ ভট্টাচার্য জামিনের আবেদন করবেন, তা শুনে সেখানে লাইভ প্যানেলে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা নানা মন্তব্য করতে থাকেন। সিপিএম ও বিজেপি ভাই-ভাই তা মুকুলের হয়ে বিকাশের দাঁড়ানোর ঘটনা প্রমাণ করে বলেও মন্তব্য করা হয়। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য এমন সব মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ। ওয়ানইন্ডিয়া বেঙ্গলি-কে তিনি পরিষ্কার জানান, আইনজীবী হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলেই তাঁর পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু, তারমানে এই নয় যে মুকুল রায়ের আইনজীবী হিসাবে জামিনের আবেদন করতে আদালতে পৌঁছে যাবেন। যারা তাঁর পেশা এবং রাজনৈতিক পরিচয়-কে বিজেপি-র সঙ্গে জুড়ে দিতে চাইছে তারা কোনও ষড়যন্ত্র করতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেছেন বিকাশ ভট্টাচার্য। এমনকী ফোনলাইন ছাড়ার আগেও তিনি বলেন মুকুল রায়ের আইনজীবী হিসাবে আদালতে সওয়াল-জবাব করার কোনও সম্ভাবনাই নেই।

English summary
Suddenly some television news channels claim that the CPM leader and ex Mayor of Kolkata Bikash Bhattacharjee will stand for Mukul Roy in bail plea in Supreme Court. But Bikash Bhattacharjee has denied any reality of such kind of news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X