For Daily Alerts
করোনা আতঙ্কে বিধাননগর পুলিশের উদ্যোগে খুশি এলাকাবাসী
মানবিক মুখ বিধাননগর পুলিশের। বিধাননগর কমিশনারেট এর অন্তর্গত লেকটাউন থানার পুলিশের উদ্যোগে লেক টাউন থানা এলাকায় এবং যশোর রোডে মেশিনের দ্বারা গরম গরম রুটি এবং পাঁচমিশালী তরকারি প্রত্যেকদিন করা হচ্ছে মানুষের জন্য।

প্রায় রোজ ৩০০ জন মানুষকে এই পরিষেবা প্রদান করছে লেকটাউন থানার পুলিশ। তারা ইলেকট্রিক রুটি মেকার কিনে রুটি তৈরি করছেন এবং গরম গরম পরিবেশন করছে মানুষদের জন্য।
এই কঠিন পরিস্থিতি বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে প্রশাসন পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে তা দেখে খুশি সাধারণ মানুষ।