For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির দুর্গা পুজোয় মানা হয় সেই পুরনো রীতি

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার পানিতাল গ্রাম। তারই এক প্রান্তে বন-বাদারে ঘেরা বসত ভিটেয় কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি।

  • |
Google Oneindia Bengali News

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার পানিতাল গ্রাম। তারই এক প্রান্তে বন-বাদারে ঘেরা বসত ভিটেয় রয়েছে কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি। যেখানে পুরনো রীতি মেনে দুর্গা পুজো চলছে এখনও।

পুজোর বয়স

পুজোর বয়স

এ পুজোর বয়স ঠিক কত, তা অবশ্য নিশ্চিতভাবে জানেন না এ বাড়ির সবচেয়ে বরিষ্ঠ সদস্য। তবে অনুমান এই পুজো নাকি ৪০০ বছরেরও পুরনো।

পুজোয় বিভূতিভূষণ

পুজোয় বিভূতিভূষণ

এ বাড়ির সদস্যদের দাবি, প্রতি পুজোতেই নাকি সস্ত্রীক এখানে চলে আসতেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গাছপালায় ঘেরা এই এলাকা নাকি ছিল তাঁর প্রাণের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিও রয়েছে সেই বাড়ির এক প্রান্তে।

জাঁকজমক

জাঁকজমক

স্থানীয়দের কাছ থেকে শোনা, এককালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির দুর্গা পুজো ছিল পানিতাল গ্রামের অন্যতম আকর্ষণ। এখন সেখানে সেই জাঁকজমক না থাকলেও, আচার-অনুষ্ঠান-রীতিতে কোনও ঘাটতি নেই।

কল্পতরু রূপী দুর্গা মায়ের দর্শনে কুমারটুলি সর্বজনীনে মানুষের ঢল কল্পতরু রূপী দুর্গা মায়ের দর্শনে কুমারটুলি সর্বজনীনে মানুষের ঢল

ছবি তুলছেন মা দুর্গা, তাই হাতিবাগান সর্বজনীনে মানুষের ঢল ছবি তুলছেন মা দুর্গা, তাই হাতিবাগান সর্বজনীনে মানুষের ঢল

English summary
Bibhutibhushan Banerjee's wife's house puja in India-Bangladesh border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X