For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ নিয়ে প্রচারে নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকের প্রশ্নের মুখে শমীক! আলোচনায় এক গঙ্গার কথা

নাগরিকত্ব আইন নিয়ে বোঝাতে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য সোমবার গিয়েছিলেন গলফগ্রিনে নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর বাড়িতে।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইন নিয়ে বোঝাতে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য সোমবার গিয়েছিলেন গলফগ্রিনে নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর বাড়িতে। সেখানে তাদের মধ্যে দুজনের কথা হয়। সোমবার শমিক ভট্টাচার্য গিয়েছিলেন সোনারপুরে সাহিত্যিক আবুল বাসারের বাড়িতেও।

বিভাস চক্রবর্তীর মন্তব্য

বিভাস চক্রবর্তীর মন্তব্য

নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর গলফগ্রিনের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সেখানে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয় বলে জানা গিয়েছে। বিভাস চক্রবর্রতী জানিয়েছেন, শমীক ভট্টাচার্য তাঁর বাড়িতে এসেছিলেন। তাঁকে অনেকগুলি বিষয়ে বোঝানোর চেষ্টা করেছেন। বিভাস চক্রবর্তী জানিয়েছেন, তিনি তাঁর মত জানানোর চেষ্টা করেছেন। বিজেপিকে বাঙালি বিরোধী বলেই মনে করেন তিনি।

পাল্টা শমীক ভট্টাচার্য

পাল্টা শমীক ভট্টাচার্য

পাল্টা শমীক ভট্টাচার্য বলেছেন, বিজেপি বাঙালি বিরোধী নয়। কেননা এই দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও বাঙালি বিরোধী বলে পোনও পারসেপশন থাকে, তাহলে দুপ্ভাগ্যের বলেও মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।

আবুল বাশারের মন্তব্য

আবুল বাশারের মন্তব্য

সোমবার সাহিত্যিক আবুল বাসারের বাড়িতেও গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর অনুযায়ী, আবুল বাশার বলেছেন, সিএএ নিয়ে কেন্দ্রের নীরবতাই মুসলিমদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আবুল বাশার জানিয়েছেন শমীক তাঁর বন্ধু। তাঁর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নয় বলেও জানিয়েছেন আবুল বাশার। তিনি বলেন রাজনীতির প্রচারে এসেছিলেন শমীক, তিনি তা শুনেছেন।

শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া

শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া

শমীক ভট্টাচার্য বলেছেন, তাঁর মতো করে তিনি আবুল বাশারকে বুঝিয়েছেন। তিনি বলেন, বিভাজন কিংবা সংঘর্ষ নয়, সমন্বয় চান তাঁরা। শমীক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে আবুল বাশার প্রস্তাব দিয়েছেন, গঙ্গাটাকে পরিচ্ছন্ন করে দিন। তাহলে ভারত তথা বাংলার উন্নতি হবে।

English summary
Bibhas Chakraborty and Abul Basar questions BJP's Samik Bhattacharya on CAA issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X