For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভয় পেয়েছে মমতা', ৯ দিনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হতেই বিজেপি সরব নয়া পদক্ষেপে

  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে। রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ঘুরে যাওয়ার পরই যখন নিত্যদিন প্রবল সংখ্যক করোনা রোগীর সন্ধান মিলতে শুরু করেছে, তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণের যাবতীয় হাতিয়ার শানিয়ে নিয়েছে বিজেপি।

 বিজেপির নতুন প্রচার স্ট্র্যাটেজি!

বিজেপির নতুন প্রচার স্ট্র্যাটেজি!

'ভয় পেয়েছে মমতা', এই ট্যাগ লাইনেই এবার প্রচার পারদ চড়িয়ে ফেলল বিজেপি। গত ৯ দিন ধরে টানা সাংবাদিক সম্মেলন থেকে নিজেকে সরিয়ে রেখেন মুখ্যমন্ত্রী। করোনার আবহে রাজ্যে যখন চরম পরিমাণে বাড়ছে সংক্রমণ ও আক্রান্ত মৃতের সংখ্যা তখন মমতার এই অবস্থান নিয়ে রীতিমতো গলা চাড়াচ্ছে বিজেপি।

বিজেপির পাল্টা তোপ

বিজেপির পাল্টা তোপ

তৃণমূলের তরফে এতদিন দাবি করা হয়েছে যে, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর পদে বসার পর নরেন্দ্র মোদী একবার সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেননি। আর সেই অভিযোগের পাল্টা হিসাবেই বিজেপির জোরদার প্রচার 'ভয় পেয়েছে মমতা'। গত ৯ দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন বন্ধ রাখাতেই এই প্রচারে ব্যস্ত বিজেপি।

টুইটের বন্যা!

টুইটের বন্যা!

'ভয় পেয়েছে মমতা' হ্যাশট্যাগ ব্যবহার করে বিজেপি ক্রমেই প্রচার পারদ চড়াচ্ছে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় পরিযায়ী শ্রমিক ইস্যুতে দাবি তুলেছেন,'বাঙালিদের ঘরে ফিরতে দিতে চাইছেন না' মমতা। রাজ্য পুলিশের ওপর আক্রমণ থেকে রাস্তায় রোগীদের রেখে যাওয়া নিয়ে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি।

 মুকুলের প্রশ্ন 'মমতা কোথায়'?

মুকুলের প্রশ্ন 'মমতা কোথায়'?

এই ইস্যুতে মমতার একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়ও টুইটারে প্রশ্ন তুলেছেন , রাজ্য যখন সংকটে তখন মুখ্যমন্ত্রী মমতা কোথায়? একই প্রশ্ন অমিত মালব্য থেকে বিজেপি নেতা শিব প্রকাশেরও।

 এর আগে তৃণমূলের অবস্থান

এর আগে তৃণমূলের অবস্থান

এর আগে তৃণমূলের পক্ষ থেকে জেরেক ও ব্রায়ান দাবি করেন, ২০১৪ সাল থেকে মোদীকে একটিও সাংবাদিক সম্মেলন করতে দেখা যায়নি, আর রাজ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়র মুখ্যমন্ত্রী হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ কাকলি ঘোষদোস্তিদার দাবি করেন, কেন্দ্রের যাবতীয় পদক্ষেপই করোনা ইস্যুতে রাজনৈতিক।

<strong>পরিযায়ী শ্রমিক ইস্যুতে রেলওয়েজের বক্তব্য 'ভুল'! সংঘাতের পারদ চড়াল আলাপনের টুইট </strong>পরিযায়ী শ্রমিক ইস্যুতে রেলওয়েজের বক্তব্য 'ভুল'! সংঘাতের পারদ চড়াল আলাপনের টুইট

English summary
Bhoy peyeche Mamata, BJP attacks didi over Corona issue in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X